ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদ উপলক্ষে সাত জোড়া বিশেষ ট্রেন

প্রকাশিত: ০৭:৩০, ৮ জুন ২০১৮

ঈদ উপলক্ষে সাত জোড়া বিশেষ ট্রেন

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১০ জুন থেকে দেয়া হবে ট্রেনের অগ্রিম ফিরতি টিকেট। পাঁচ দিনব্যাপী এই কার্যক্রম চলমান থাকবে। ইতোমধ্যে ঘরে ফেরা মানুষের অগ্রিম টিকেট বিক্রি কার্যক্রম শেষ হয়েছে। কমলাপুর ও চট্টগ্রাম রেলস্টেশন থেকে একযোগে ছয়দিন অগ্রিম টিকেট বিক্রি হয়েছে। ঈদ উপলক্ষে এবার প্রতিদিন প্রায় তিন লাখ যাত্রী গন্তব্যে যেতে পারবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক। তিনি বলেন, রেলে সাধারণ সময়ে ২ লাখ ৬০ হাজার যাত্রী চলাচল করতে পারেন। ঈদ উপলক্ষে সর্বোচ্চ তিন লাখ মানুষ আসা-যাওয়া করতে পারবেন। ঈদ উদ্যাপন শেষে কর্মস্থলে গমনেচ্ছু যাত্রীদের ১০ জুন দেয়া হবে ১৯ জুনের টিকেট, ১১ জুন দেয়া হবে ২০ জুনের, ১২ জুন দেয়া হবে ২১ জুনের, ১৩ জুন দেয়া হবে ২২ জুনের, ১৪ জুন দেয়া হবে ২৩ জুনের এবং ১৫ জুন দেয়া হবে ২৪ জুনের অগ্রিম ফিরতি ট্রেনের টিকেট। করমুক্ত আয়ের সীমা আড়াই লাখই থাকছে অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়ের সাধারণ সীমা আগের মতো আড়াই লাখ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। নারী ও ৬৫ বছরের ওপর বয়সের করদাতার করমুক্ত আয়ের সীমা তিন লাখ টাকাই থাকছে। এ ছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা চার লাখ ও গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়ের সীমা ৪ লাখ ২৫ হাজারে অপরিবর্তিত রয়েছে। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে এই প্রস্তাব করেন।
×