ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এটা একটা ভুয়া বাজেট ॥ মঈন খান

প্রকাশিত: ০৭:২৬, ৮ জুন ২০১৮

এটা একটা ভুয়া বাজেট ॥ মঈন খান

স্টাফ রিপোর্টার ॥ বাজেটের নামে বর্তমান সরকার জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য ঘোষিত বিভিন্ন থানা কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, এই বাজেট একটি ভুয়া বাজেট। এই বাজেট দিয়ে কখনও দেশের মানুষের কল্যাণ হবে না। মঈন খান বলেন, আমি বাজেট সম্বন্ধে বিস্তারিত বলতে চাই না। বাজেটের বিস্তারিত দেখে তারপর আমরা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেব। আমরা বাজেটের চুলচেরা বিশ্লেষণ করব। আমি শুধু এইটুকু সংক্ষেপে বলতে চাই এ সরকারের বাজেট দেয়ার কোন এখতিয়ার নেই। মঈন খান বলেন, এ সরকার ১০০ কোটি টাকার প্রজেক্টকে ১০০০ হাজার কোটি টাকার মেগা প্রজেক্ট বানিয়ে লুটপাট করছে। আর বড় বাজেট দিলেই যে এটি ভাল বাজেট তা বলা যায় না। কারণ, বাজেটের আকার দিয়ে কিছু বোঝা যায় না। বাজেটের আকার বাজেটের মান সম্বন্ধে কিছু বলে না। এ সরকারের বাজেটের মান অত্যন্ত নি¤œ। ড. মঈন খান বলেন, পদ্মা সেতু প্রকল্প প্রথম শুরু হয়েছিল মাত্র সাড়ে ৮ হাজার কোটি টাকা দিয়ে। সেই প্রকল্প এখন ৩৫ হাজার কোটি টাকায় পরিণত হয়েছে। আমরা বলেছি, এই প্রকল্প শেষ হতে হতে বাজেট ৫০ হাজার কোটি টাকা হলেও আমরা অবাক হবো না। এতেই প্রমাণিত হয় যে বাজেটের কোয়ালিটি কী। বাজেট ফুলে ফেঁপে বড় হয়েছে। এটা বাজেটের জন্য গৌরবময় কোন বিষয় নয়। সাইজ দিয়ে কোন বাজেটের কোয়ালিটি নির্ধারিত হয় না। আমি বলতে চাই, এই বাজেট জনগণকে শোষণ করছে। এই বাজেট একটি ভুয়া বাজেট। এই বাজেট দিয়ে কখন বাংলাদেশের মানুষের কল্যাণ হবে না।
×