ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্যান্সার রোগীদের এ্যান্টিবায়োটিক সেবনে সতর্ক থাকতে হবে

প্রকাশিত: ০৪:১২, ৮ জুন ২০১৮

ক্যান্সার রোগীদের এ্যান্টিবায়োটিক সেবনে সতর্ক থাকতে হবে

যে সব রোগী ইমিউনোথেরাপি নেয়ার সময় এ্যান্টিবায়োটিক গ্রহণ করেন, যারা ওই ওষুধ গ্রহণ করেন না তাদের চেয়ে মোটামুটি অর্ধেক সময় বাঁচে। ব্রিটেনের গবেষকরা বিষয়টি লক্ষ্য করেছেন। তারা একান্ত প্রয়োজন ছাড়া এ্যান্টিবায়োটিক ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন। গার্ডিয়ান। ক্যান্সার চিকিৎসার গুরুত্বপূর্ণ অংশ ইমিউনোথেরাপি। এ সময় রোগীদের এ্যান্টিবায়োটিক দেয়া হলে তাদের বেঁচে থাকার সম্ভাবনা অর্ধেকে নেমে যায়। ৩ শ’র বেশি রোগীর ওপর সমীক্ষা চালিয়ে যুক্তরাজ্যের ক্রিস্টি এনএইচএস ফাউন্ডেশনের গবেষকরা এটি জানতে পেরেছেন। গবেষকরা বলছেন, তাদের নতুন সমীক্ষা থেকে এটি নিশ্চিত হওয়া গেছে যে প্রয়োজন ছাড়া এ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। সাধারণ চিকিৎসকরা যখন অত্যাধুনিক পদ্ধতিতে রোগ চিকিৎসা করবেন তখন তারা যেন ক্যান্সার বিশেষজ্ঞদের সঙ্গে সমম্বয় করে চলেন, সমীক্ষকরা তাদের সে পরামর্শ দিয়েছেন। ক্রিস্টি এনএইচএস ফাউন্ডেশনের নাডিনা টিন্সলে বলেন, ‘স্পষ্টতই চিকিৎসার বিষয়ে আমাদের আরও সতর্ক হতে হবে। অন্যথায় এ্যান্টিবায়োটিক থেকে প্রাণঘাতী সংক্রমণের আশঙ্কা আরও বাড়বে।’ শিকাগোর আমেরিকান সোসাইটটি অব ক্লিনিক্যাল অনকোলজির সম্মেলনে সমীক্ষা প্রতিবেদন উপস্থাপনকালে তিনি আরও বলেন, ‘এখানে মূল চ্যালেঞ্জ হলো ভারসাম্য রক্ষা করা’। ক্যান্সার বিষয়ে এটি বিশ্বের সর্ববৃহৎ বার্ষিক সম্মেলন।
×