ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্পেনের নয়া মন্ত্রিসভার ১৭ জনের মধ্যে ১১ নারী

প্রকাশিত: ০৪:১১, ৮ জুন ২০১৮

স্পেনের নয়া মন্ত্রিসভার ১৭ জনের মধ্যে ১১ নারী

স্পেনের নতুন সমাজতন্ত্রী প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ মন্ত্রিসভার ১৭ জনের মধ্যে ১১ জন নারীকে নিয়েছেন। পুরুষ অনুপাতে নারীর এ হার ইউরোপের সরকারগুলোর মধ্যে সর্বোচ্চ। ‘নারীবাদী’ খ্যাত সানচেজের এই অবস্থান আগের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয়ের পুরোপুরি বিপরীত বলা যায়। রাহয় গত সপ্তাহে ক্ষমতাচ্যুত হন। তার মন্ত্রিসভায় পুরুষদের আধিক্য ছিল। নতুন সরকারে প্রতিরক্ষা, অর্থনীতি, ব্যয় সঙ্কোচন ও শিক্ষার মতো গুরুদায়িত্ব সামলানোর ভার দেয়া হয়েছে নারীদের। সাবেক নভোচারী পেড্রো দুকুকে দেয়া হয়েছে বিজ্ঞান মন্ত্রণালয়। দলের সহকর্মী ও রাজনৈতিক অঙ্গনের বাইরের অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত ইউরোপকে ‘নতুন স্বদেশ’ হিসেবেও অ্যাখ্যা দেন সমাজতন্ত্রী এ প্রধানমন্ত্রী। নারীবাদী আন্দোলনের ভেতর দিয়ে সমাজ পরিবর্তনের যে আকাক্সক্ষা ফুটে উঠেছে নতুন মন্ত্রিসভাকে তারই প্রতিফলন হিসেবে তিনি দাবি করেন । বেতন বৈষম্য ও লিঙ্গ সহিংসতার বিরুদ্ধে ৮ মার্চ স্পেনজুড়ে হওয়া ‘নারীবাদী ধর্মঘটে’ প্রায় ৫০ লাখ নারী অংশ নেন। নতুন মন্ত্রিসভায় উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন সমাজতন্ত্রী কারমেন কালভো। আন্দালুসিয়ার সাবেক কাউন্সিলর মারিয়া হেসুস মোনতেরো অর্থমন্ত্রী হচ্ছেন। ইইউ কমিশনের বাজেট বিষয়ক প্রধান নাদিয়া কালভিনো পাচ্ছেন ব্যয় সঙ্কোচের দায়িত্ব। সন্ত্রাসবাদবিরোধী বিশেষজ্ঞ কৌঁসুলি ডোলোরস দেলগাদোর হাতে যাচ্ছে বিচার মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব মার্গারিটা রবলেস এবং ইসাবেল সেলা হচ্ছেন নতুন শিক্ষামন্ত্রী। ইউরোপিয়ান পার্লামেন্টের সাবেক প্রেসিডেন্ট জোসেফ বোরেল পররাষ্ট্র ও ফার্নান্দোড্রান্দে মারলাস্কা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। স্পেনের বাইরে ফ্রান্স, সুইডেন ও কানাডাসহ ইউরোপের গুটিকয়েক দেশের মন্ত্রিসভায় নারীর অবস্থান ৫০ শতাংশ বা তার চেয়ে বেশি। -বিবিসি
×