ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্রাম্প-কিম বৈঠক ঘিরে সিঙ্গাপুরের আকাশে সতর্কতা

প্রকাশিত: ০৪:১১, ৮ জুন ২০১৮

ট্রাম্প-কিম বৈঠক ঘিরে সিঙ্গাপুরের আকাশে সতর্কতা

১২ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রস্তাবিত বৈঠক ঘিরে সিঙ্গাপুরে বিমান উড্ডয়নে সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে এশিয়ার ব্যস্ততম চাঙ্গি বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায় কর্তৃপক্ষকে হিমশিম খেতে হতে পারে। সম্প্রতি দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক সিভিল এ্যাভিয়েশন সংস্থা (আইসিএও) ও যুক্তরাষ্ট্রের ফেডারেল এ্যাভিয়েশন প্রশাসনও (এফএএ) তাদের ওয়েবসাইটে সতর্কতা জারি করে বিবৃতি দিয়েছে। ১২ জুন সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপের বিলাসবহুল একটি হোটেলে ট্রাম্প-কিমের বৈঠক ঘিরে সেদিন ও তার আগে-পরের ১১ ও ১৩ জুন নিরাপত্তাজনিত কারণে আকাশসীমায় প্লেন চলাচলে বিধি-নিষেধ থাকবে। এই নির্দেশনার আওতায় সব প্লেনকে গতি কমাতে হবে এবং অন্যান্য কড়াকড়ি মানতে হবে। আকাশসীমায় এই বিধি আরোপের ফলে এশিয়ার ব্যস্ততম চাঙ্গি বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায় কর্তৃপক্ষকে হিমশিম খেতে হতে পারে। সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সিভিল এ্যাভিয়েশন কর্তৃপক্ষও যাত্রীদের বিলম্ব হতে পারে বলে আগাম বার্তা দিয়ে রেখেছে। এদিকে ট্রাম্প-কিম বৈঠকের প্রস্তুতির অংশ হিসেবে ১০ থেকে ১৪ জুন সিঙ্গাপুরের কিছু অংশকে বিশেষ অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। -ওয়েবসাউট
×