ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পরমাণু চুক্তি নিয়ে রাশিয়া ও চীনের সঙ্গে বৈঠকে বসছে ইরান

প্রকাশিত: ০৪:১০, ৮ জুন ২০১৮

পরমাণু চুক্তি নিয়ে রাশিয়া ও চীনের সঙ্গে বৈঠকে বসছে ইরান

পরমাণু চুক্তি নিয়ে রাশিয়া ও চীনের সঙ্গে বৈঠকে বসছে ইরান। আগামী সপ্তাহে চীনে হতে যাচ্ছে এই সম্মেলন। সম্মেলনে ইরানের পারমাণবিক চুক্তি রক্ষার উপায় খুঁজে বের করার চেষ্টা করতে পারেন দেশ তিনটির নেতারা। গত মাসে এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যাওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি। চীন ও রাশিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত আঞ্চলিক নিরাপত্তা ব›ঢক সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) আগামী শনিবার ও রবিবার চীনের উপকূলীয় কিংদাও নগরীতে সংগঠনটির ১৮তম বার্ষিক সম্মেলন করতে যাচ্ছে। ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি এ বছর এসসিও’র সম্মেলনে যোগ দিচ্ছেন। দ্বিতীয়বারের মতো ইরানের কোন নেতা এ সম্মেলনে অংশ নিচ্ছেন। ২০১৫ সালে সম্পাদিত আন্তর্জাতিক চুক্তি থেকে ট্রাম্প বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়ার পর তারা এ সম্মেলন করতে যাচ্ছে। এ চুক্তির শর্ত অনুযায়ী ইরানের বিরুদ্ধে আরোপিত আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে তেহরান তাদের পারমাণবিক কর্মসূচী সীমিত করে। কিন্তু চুক্তি থেকে সরে যাওয়ার পর পুনরায় ইরানের ওপর নিষেধাজ্ঞাগুলো আরোপিত হয়েছে। ঝুঁকির মুখে পড়েছে চুক্তি। চুক্তির ইউরোপীয় অংশীদাররা চুক্তিটি রক্ষা করার চেষ্টা চালাচ্ছে। তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে হিমশিম খেতে হচ্ছে তাদের। পাশাপাশি ঝুঁকিতে পড়েছে ইরানের অর্থনীতিও। এমতাবস্থায়, পারমাণবিক চুক্তির বর্তমান অবস্থার প্রেক্ষাপটে ইরান নতুন করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে তাদের সক্ষমতা জোরদারের পরিকল্পনা করছে।
×