ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুক্তি পেলেন তুরস্কের খ্যাতনামা কার্টুনিস্ট নূরী কুর্তসেবি

প্রকাশিত: ০৪:০৮, ৮ জুন ২০১৮

মুক্তি পেলেন তুরস্কের খ্যাতনামা কার্টুনিস্ট নূরী কুর্তসেবি

তুরস্কের একটি আদালত মঙ্গলবার দেশটির বিশিষ্ট কার্টুনিস্ট নূরী কুর্তসেবিকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছে। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানকে কটূক্তি করার অভিযোগে ১৪ মাসের সাজা হওয়ার মাত্র এক দিনের মাথায় তিনি মুক্তি পেলেন। দেশটির উত্তরাঞ্চলীয় ইয়ালোভা শহরে একটি বাস থেকে গ্রেফতারের পর সোমবার ৬৯ বছর বয়সী নূরীকে বিচারে ওই সাজা প্রদান করে আদালত। তবে তার আইনজীবী এরদেম আকিয়াজ দেশটির গণমাধ্যমগুলোকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় আদালত নূরীকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছে। খবর এএফপির। আইনজীবী এরদেম আকিয়াজ বেসরকারী সংবাদ সংস্থা ডোগানকে বলেন, আমার মক্কেল নূরী পুনরায় তার কাজ ও চিত্রাঙ্কন শুরু করতে পারবেন। ২০১৫ সালে আঁকা কিছু ব্যঙ্গচিত্রের জন্য গত বছরও নূরীকে কারাগারে আটকে রাখা হয়েছিল। তবে সে যাত্রায় আপীল করে রায় কার্যকর মুলতবি রাখেন নূরী। তার আইনজীবী মঙ্গলবার সকালে জানান, উচ্চ আদালতে আপীল করার পর কর্তৃপক্ষ নূরীকে ওই শাস্তি দেন। তিনি আরও বলেন, সারা বিশ্বেই চিত্রশিল্পীরা স্বাধীনভাবে চিত্রকর্মের কাজ করেন। এরদেম জানান, তবে এটি এখনও স্পষ্ট নয় যে, কার্টুন, না কার্টুনের প্রকাশ ভঙ্গির কারণে নূরীর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছিল। দেশটির আয়দিনলিক পত্রিকায় প্রায় প্রতিদিনই নূরীর আঁকা কার্টুন ছাপা হয়। এছাড়া হুরিয়েত পাবলিকেশন্সসহ বিরোধী দলের মুখপাত্র কুমহুরিয়াত পত্রিকা ও গিরগির ম্যাগাজিনেও তার আঁকা ছবি প্রায়ই ছাপা হয়। এর আগে দেশটির এক আদালত সন্ত্রাসী সংগঠনগুলোকে সহায়তার দায়ে কুমহুরিয়াত পত্রিকার কার্টুনিস্ট মুসা কুর্তসহ অন্য কয়েক স্টাফকে অভিযুক্ত করে। এতে মুসাকে তিন বছর নয় মাসের কারাদ- দেয়া হয়। এরদেম বলেন, এসব ঘটনায় মনে হয়, বর্তমান ক্ষমতাসীন পার্টি এখনও নিরপেক্ষ কার্টুনিস্টদের কারাদ- দেয়ার ধারণা থেকে সরে আসেননি। তিনি আরও বলেন, আমি আশা করি, এই রাজনৈতিক পরিবেশ আগামী ২৫ জুন পরিবর্তন হবে। আগামী ২৪ জুন দেশটিতে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৪ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত এরদোগানকে কটূক্তি করার অভিযোগে দেশটির শীর্ষস্থানীয় এক মডেল থেকে শুরু করে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
×