ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সেভেনটিউনসের যাত্রা শুরু

প্রকাশিত: ০৮:২২, ৭ জুন ২০১৮

সেভেনটিউনসের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে আরও একটি নতুন অডিও লেবেলের পথচলা শুরু হয়েছে। লেবেলটির নাম সেভেনটিউনস এন্টারটেইনমেন্ট। গত ৪ জুন সন্ধ্যায় জনপ্রিয় গায়ক আসিফ আকবরের ‘কসম’ গান দিয়ে প্রতিষ্ঠানটির আত্মপ্রকাশ ঘটে। এ উপলক্ষে রাজধানীর একটি রেস্টুরেন্টে জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবীন-প্রবীণ শিল্পী, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, সঙ্গীত সংশ্লিষ্ট ব্যক্তি, সাংবাদিক ছাড়াও মিডিয়ার অন্যান্য ক্ষেত্রের সম্মানিতরা উপস্থিত ছিলেন। দিনাত জাহান মুন্নির উপস্থাপনায় অনুষ্ঠানে সেভেনটিউনস এন্টারটেইনমেন্টের পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির চেয়ারপার্সন পারভীন সুলতানা। শুভেচ্ছা বক্তব্য রাখেন- নন্দিত কণ্ঠশিল্পী খুরশিদ আলম, গীতিকার শহীদুল্লাহ ফরায়জী, কবি ও গীতিকার জাহিদুল হক, আসিফ আকবর, ধ্রুব গুহ, কবির বকুল, উপস্থাপক আনজাম মাসুদ, শেখ জসিম, কাজী শুভ, বেলাল খান, শান, তানজীব সারোয়ার, ওমর ফারুক, প্লাবন কোরেশী, জাহিদ বাশার পংকজ, নাজির মাহমুদ, জেকে মজলিশ, মুশফিক লিটু, রাজন সাহা প্রমুখ। ‘কসম’ গানটি লিখেছেন ওমর ফারুক। প্লাবন কোরেশীর সুরে সঙ্গীতায়োজন করেছেন জাহিদ বাশার পংকজ।
×