ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সজল- নাদিয়া নদীর ‘প্রতীক্ষার প্রাপ্তি’

প্রকাশিত: ০৮:২০, ৭ জুন ২০১৮

সজল- নাদিয়া নদীর ‘প্রতীক্ষার প্রাপ্তি’

স্টাফ রিপোর্টার ॥ সৈয়দ ইকবালের রচনায় পীরজাদা হারুনের পরিচালনায় নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘প্রতীক্ষার প্রাপ্তি’। নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আব্দুর নূর সজল ও নাদিয়া নদী। আরও আছেন পীরজাদা হারুন, লুবনা খান প্রমুখ। নাটকটি আজ বৃহস্পতিবার রাত ৮-১০ মিনিটে আরটিভিতে প্রচার হবে। ‘প্রতীক্ষার প্রাপ্তি’ নাটকের গল্পে দেখা যাবে কোন কিছুই ভাল লাগে না রুপার। আনমনে সব সময় বসে থাকে ঘরের কোণে। তার কাছে সবকিছু অসহ্য হয়ে উঠেছে। বিদেশ থেকে নিজের ভালবাসার মানুষের কোন খবর না পেয়েই তার এই অবস্থা। একদিন বাড়িতে আরিয়ান নামের এক যুবকের প্রত্যাবর্তন হয়। সে জানায়Ñ বিদেশ থেকে তাদেরই পরিবারের এক দূর সম্পর্কের আত্মীয় সানিয়াতের পরিচয় হয়েছে। সানিয়াত হচ্ছে রুপাদের পরিবারের এক আত্মীয়। এই সানিয়াতের সঙ্গে আবার রুপার স্বামী সিয়ামের ভাল সম্পর্ক রয়েছে। সে জানায় সানিয়াত তাদেরকে কিছু জিনিস বিদেশ থেকে দিয়েছে এবং সানিয়াত অসুস্থ থাকায় তার সঙ্গে কেউ যোগাযোগ করতে পারছে না। এমনকি সানিয়াতকে ডাক্তার ভালভাবে ট্রিটমেন্টের জন্য কারও সঙ্গে কথাও বলতে দিচ্ছে না। এভাবে প্রায় প্রতিদিন বাসায় আসে আরিয়ান। আরিয়ান রুপার এমন মন খারাপের অবস্থা দেখে আস্তে আস্তে তার সঙ্গে মিশতে থাকে। রুপাকে নিয়ে আরিয়ান প্রায়ই বাইরে বের হয়। তার সব ভাললাগার কাজগুলো আরিয়ান রুপার মনের অজান্তেই করতে থাকে। কিন্তু এই কাজগুলো তো রুপার জন্য করত সিয়াম। সিয়ামের উপস্থিতি কোন না কোনভাবে রূপা আরিয়ানের মাঝে খুঁজে পায়। তাই রুপা আরিয়ানকে প্রশ্ন করেÑকে তুমি? আমার সব ভাললাগার কথা তুমি কীভাবে জানো? কথা কাটিয়ে যায় আরিয়ান। আস্তে আস্তে রুপার সঙ্গে আরিয়ানের সম্পর্ক তৈরি হয়। রুপাদের পরিবারও চায় আরিয়ানের সঙ্গে রুপার বিয়ে হোক। বিয়ে ঠিকও হয়। সবকিছু ঠিকঠাক। বিয়ের ঠিক আগের দিন রাতে আরিয়ান কঠিন একটা সত্য জানায় রুপাকে। যেটা শোনার জন্য রুপা হয়তো প্রস্তুত ছিল না। কঠিন সত্যটা জানতে দর্শকদের চোখ রাখতে হবে আরটিভির পর্দায়।
×