ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আলোচিত খবর

প্রকাশিত: ০৮:১৭, ৭ জুন ২০১৮

আলোচিত খবর

আবার লুঙ্গি ডান্স? বলিউডপ্রেমীদের মধ্যে ‘লুঙ্গি ড্যান্স’ লাভ করেছে ব্যাপক জনপ্রিয়তা। ‘চেন্নাই এক্সপ্রেস’-এর এই গানটিতে দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোন এবং শাহরুখ খানকে। এখন গানটিকে হলিউডে নিয়ে যাওয়ার কথা হচ্ছে। ২০১৭ সালে মুম্বাইয়ে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’-এর প্রচারণার সময় ভারতে এসে হলিউড অভিনেতা ভিন ডিজেলও খানিকটা লুঙ্গি নৃত্য দিয়েছিলেন। সঙ্গে ছিলেন দীপিকা। শোনা যাচ্ছে, এই ছবির পরের কিস্তিতে নাকি থাকতে পারে ভারতীয় লুঙ্গি ডান্স। পরিচালক ডিজে কারুসোর টুইট করে তারই ইঙ্গিত দিলেন। ট্রিপল এক্স রিটার্ন অব জ্যান্ডার কেজ ছবি দিয়ে হলিউডে অভিষেক হয় দীপিকার। পরিচালক অনেক আগেই বলেছিলেন পরবর্তী কিস্তিতেও তাঁর পছন্দ দীপিকা। যদিও এখনও নিশ্চিতভাবে কিছুই জানাননি। চলছে পা-ুলিপি ঘষামাজার কাজ। এরই মাঝে গত বুধবার পরিচালক তাঁর মনের একটি ইচ্ছা টুইট করেন। তিনি লেখেন, ‘আমি ‘ট্রিপল এক্স ৪’ ছবিটি বলিউড নাচ দিয়ে শেষ করতে চাই। দীপিকা পাড়ুকোনের নেতৃত্বে লুঙ্গি ডান্স? কিছুটা নতুন?’ আর এই টুইটেই রাজ্যময় প্রচার-ছবিতে থাকছে লুঙ্গি ডান্স। বলিউডের এই নাচ থাকলে দীপিকা তো থাকবেনই। তা আর বলার অপেক্ষা রাখে? ছবিটিতে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করে দীপিকা জানিয়েছিলেন, বহু অডিশনের পর তিনি এই রোলটি পান। এর আগেও তিনি অন্যান্য সিনেমার অডিশনও দিয়েছেন। হলিউড এ্যাকশন স্টার ভিন ডিজেলের সঙ্গে ‘ট্রিপল এক্স’ ছবিতে কাজ করার সুযোগ পেয়ে বেশ খুশি নায়িকা। ট্রিপল-৪ নিয়ে এখনও কোন মন্তব্য করেননি অভিনেত্রী। হলিউড এ্যাকশন স্টার ভিন ডিজেলের সঙ্গে ‘ট্রিপল এক্স’ ছবিতে কাজ করার সুযোগ পেয়ে বেজায় খুশি দীপিকা। এর আগে তো ভিন ডিজেলের সন্তানের মা হতে চেয়ে রীতিমতো বিতর্কের ঝড় তুলেছিলেন। ২৫ বছরের পুরনো পোশাকে কারিনা সোনম কাপুর, কারিনা কাপুর খান, স্বরা ভাস্কর আর শিখা তালসানিয়া অভিনীত ওয়েডিং ড্রামা ‘বীর ডি ওয়েডিং’ ইতোমধ্যেই একটি গ্ল্যামারাস ও স্টাইলিশ ছবি হিসেবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। চলচ্চিত্র সমালোচক থেকে শুরু করে সাধারণ দর্শক সবাই ছবিটিকে সবদিক দিয়ে সুন্দর আখ্যা দিয়েছে। আর এই ছবিটির অন্যতম আকর্ষণ প্রতিটি ফ্রেমেই চার লিডিং লেডির অনবদ্য সব পোশাক। আর এটাকে ছবির অন্যতম আকর্ষণ বলে বিবেচনা করা হচ্ছে। ইতোমধ্যেই বক্স অফিসে ঝড় তুলতে শুরু করেছে। এই সিনেমায় মেকআপ এবং পোশাকে কারিনাকে বেশ স্বাচ্ছন্দ্যেই দেখা গেছে। সিনেমায় কারিনার একটি বিয়ের দৃশ্য ছিল। জানা গেছে বিয়ের দৃশ্যে কারিনা যে পোশাকটি পরেছিলেন, সেটি নাকি ২৫ বছরের পুরনো। ছবিটির ডায়লগ, কনটেন্ট আর কস্টিউম- সবই সুন্দর। তবে, মাথা ঘুরিয়ে দিয়েছে একটি বিষয়, ছবিটির শেষ দিকের একটি দৃশ্যে কারিনার পরা একটি ওয়েডিং লেহেঙ্গা। ছবির অন্যান্য পোশাকের মতো এই অফ-শোল্ডার সুশোভিত লেহেঙ্গাটিও ডিজাইন করেছেন তারকা ফ্যাশন ডিজাইনার জুটি আবু জানি ও সন্দ্বীপ খোসলা। তবে অবাক করার বিষয়টি হলো, যে লেহেঙ্গাটি কারিনা পরেছিলেন সেটি ছিল ২৫ বছরের পুরনো। এ বিষয়ে ফ্যাশন-সচেতন নারীদের মধ্যে ভীষণ জনপ্রিয় ডিজাইনার সন্দ্বীপ খোসলা তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, ছবিতে ব্যবহৃত বিয়ের পোশাকগুলো আবু-সন্দ্বীপের অনেক পুরনো কাজ। যেটা কারিনা পরেছিলেন সেটা অন্তত ২৫ বছর আগের করা একটি কাজ। আমাদের কফার্সে পড়ে ছিল। রিয়া আমাদের কারখানায় আসে এবং এটাকে খুঁজে বের করে। সত্যিকারের নায়ক সাহিত্যের গোয়েন্দা শার্লক হোমস ও মার্ভেল কমিকসের সুপার হিরো ডক্টর স্ট্রেঞ্জ হিসেবেই হলিউড অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচকে লোকে চেনে। দুই চরিত্রেই দুষ্ট লোকদের শায়েস্তা করতে দেখা গেছে তাকে। তবে তা পর্দায়। এবার বাস্তবেই নায়ক হয়ে ধরা দিলেন তিনি। এজন্য প্রশংসার বন্যায় ভাসছেন ব্রিটিশ এই তারকা। সম্প্রতি এক ব্যক্তিকে তিনি বাঁচালেন এক দল দুর্বৃত্তের হাত থেকে। আর এই নায়কসুলভ কাজের পর তিনি কোন উচ্চবাচ্য না করেই চলে গেলেন আড়ালে। তাঁর এই সাহসিকতার গল্প সামনে নিয়ে এলেন এক উবারচালক। ৫৩ বছর বয়সী উবারচালক ম্যানুয়েল ডিয়াস হলিউড অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ ও তার স্ত্রী সোফি হান্টারকে একটি ক্লাবে নিয়ে যাচ্ছিলেন। যুক্তরাজ্যের লন্ডনের মেরিলবোন হাই স্ট্রিটের কাছে যেতেই গাড়ির জানালা দিয়ে কাম্বারব্যাচ ও গাড়ির চালক ম্যানুয়েল দেখেন চার দুর্বৃত্ত এক যুবককে মারছে। সেই যুবক ডেলিভারকো নামে একটি প্রতিষ্ঠানের ডেলিভারিম্যান। এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে ছেলেটিকে বাঁচাতে দৌড়ে যান কাম্বারব্যাচ। উবারচালক ম্যানুয়েল ডিয়াস বলেন, ‘আমি প্রথমে চিনতে পারিনি যে তিনি বেনেডিক্ট কাম্বারব্যাচ। কিন্তু তিনি যখন ছেলেটিকে বাঁচাতে গাড়ি থেকে নেমে যাচ্ছিলেন, তখন আমি তাঁকে চিনতে পারি।’ দুর্বৃত্তরা ডেলিভারিকোর ছেলেটির কাছ থেকে তাঁর সাইকেল কেড়ে নিতে চাইছিল। সাইকেলের হেলমেট দিয়ে ছেলেটির মাথায় আঘাত করেছিল তারা। রক্ত ঝরছিল ছেলেটির মাথা থেকে। ‘শার্লক হোমস’ বেনেডিক্ট কাম্বারব্যাচ ঘটনাস্থলে গিয়ে ছেলেটির ওপর থেকে চার দুর্বৃত্তকে টেনে সরান। ম্যানুয়েলের ভাষায়, সে সময় দুর্বৃত্তরা বেনেডিক্টকেও ঘুষি মারতে তেড়ে আসে। কিন্তু তাদের সাহসের সঙ্গে প্রতিরোধ করেন বেনেডিক্ট। চিৎকার করে বলতে থাকেন, ‘দূরে যাও এখান থেকে। ওকে ছেড়ে দাও।’ কাম্বারব্যাচের উবার গাড়ির চালক ম্যানুয়েল ডায়েস ব্রিটেনের সান পত্রিকাকে বলেছেন, ‘সাইকেল আরোহীর কপাল ভাল, কারণ বেনেডিক্ট বাস্তবেও সুপার হিরো। তিনি সত্যি নির্ভীক, মহৎ ও নিঃস্বার্থ মানুষ। বেনেডিক্ট এগিয়ে না গেলে সাইকেল আরোহী গুরুতর আহত হয়ে যেত। তিনি দৌড়ে গিয়ে ছিনতাইকারীদের সরিয়ে চিৎকার করে বলতে থাকেন, ‘লিভ হিম এ্যালোন। এরপর তারা পালিয়ে যায়।’ ম্যারিলবোন হাই স্ট্রিটে ছিনতাইয়ের ঘটনা হতে যাচ্ছিল। কথাশিল্পী আর্থার কোনান ডয়েল তার শার্লক হোমসের বাড়ি দেখিয়েছেন এর এক কোণে বেকার স্ট্রিটে। মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ছিনতাইকারীদের একজন ফুড ডেলিভারি কর্মীর সাইকেল কব্জা করে তার মুখে ঘুষি মেরে হেলমেট দিয়ে মাথায় আঘাত করতে চেয়েছিল। তবে তাদের সব পরিকল্পনা ভেস্তে দেন বেনেডিক্ট। তার সুবাদে কোন ক্ষয়ক্ষতি হয়নি। যদিও এ ঘটনায় কাউকে আটক করেনি পুলিশ। তবে নিজেকে নায়ক মনে করেন না বেনেডিক্ট কাম্বারব্যাচ। সান পত্রিকাকে তিনি বলেন, ‘ওই পরিস্থিতিতে মানুষ হিসেবে আমার যা করা উচিত ছিল তাই করেছি।’ ইসরাইলে গাইবেন না শাকিরা ফিলিস্তিনীদের ওপর ইসরায়েলি হত্যাযজ্ঞের কারণে দেশটিতে কনসার্ট না করার জন্য বিশ্বখ্যাত পপ গায়িকা শাকিরাকে আহ্বান জানিয়েছিলেন অনেক খ্যাতনামা ব্যক্তি ও সংগঠন। অবশেষে তেলআবিবে কনসার্ট করার সেই পরিকল্পনা থেকে সরে আসার কথা জানালেন তিনি। এর আগে ইসরাইলী সংবাদমাধ্যমই তেল আবিবে শাকিরার কনসার্টের গুজবটি ছড়িয়েছিল। গত কিছু দিনে সে দেশের কয়েকটি সংবাদমাধ্যমে বলা হয়েছিল, ৯ জুলাই তারিখে তেল আবিবে পারফর্ম করবেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। এরপর বিডিএস মুভমেন্টসহ মুক্তিকামী ফিলিস্তিনী জনতার পক্ষের বিভিন্ন সংহতি সংগঠন শাকিরাকে কনসার্ট বাতিলের আহ্বান জানায়। একপর্যায়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, গাজা সীমান্তের সাম্প্রতিক ইসরাইলী হত্যাকাণ্ডের প্রতিবাদে ওই কনসার্ট বাতিল করেছেন স্বনামধন্য ওই লাতিন শিল্পী। তবে সোমবার শাকিবার পক্ষে তার ট্যুর প্রোমোটার জানিয়েছে, আদতে ইসরাইলে কনসার্টের কোন পরিকল্পনাই ছিল না। মিডিয়া মিথ্যা গুজব ছড়িয়েছিল। তার এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনীরা। -সুমন্ত গুপ্ত
×