ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈদে ছোট পর্দার ব্যস্ত তারকা

প্রকাশিত: ০৮:১৬, ৭ জুন ২০১৮

ঈদে ছোট পর্দার ব্যস্ত তারকা

বাংলাদেশের প্রথম সারির একজন অভিনেতা জাহিদ হাসান। মঞ্চ নাটক দিয়ে অভিনয়ে পথচলা শুরু তার। তারপর ধীরে ধীরে অভিনয়শৈলীর গুণে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি অভিনয় করেছেন বেশকিছু দর্শকপ্রিয় চলচ্চিত্রে। আসন্ন ঈদে বেশ কিছু নাটকে দেখা যাবে তাকে। তার মধ্যে রয়েছে সাজ্জাদ সুমনের ‘ফুটবল ফারুক’, আলমগীর রুমানের ‘জাস্ট চেপে যান’, রতন রিপনের ‘বিন্তির লাল পুতুল’, সরদার রোকনের ‘ছুটির ফাঁদে’, সাগর জাহানের ‘দুলু বাবুর্চি’, শৌয দীপ্ত সূর্যর ‘রিং মাস্টার’, শেখ সেলিম এর ‘রমজান ভাই পাবলিক ফিগার’, সাখাওয়াত মানিকের ‘সন্ধ্যাবেলার উপাখ্যান’ ও ‘মনোয়ার সাহেবের বিড়ম্বনা’, সোহেল রানা ইমনের ‘মেঘ পিয়নের চিঠি’, মিলন ভট্টাচার্যর ৭ পর্বের ধারাবাহিক ‘মিস আমলাপাড়া ২০১৮’। মোশাররফ করিম বাংলাদেশের জননন্দিত অভিনেতা মোশাররফ করিম। ক্যারিয়ারের শুরু থেকেই নানা বেশে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে আসছেন তিনি। চরিত্রকে ফুটিয়ে তুলতে তিনি যেকোন সাজ নিতেই পছন্দ করেন। এখনও তার ব্যতিক্রম হচ্ছে না। এবারের ঈদেও একাধিক নাটকে দেখা যাবে তাকে। এর মধ্যে রয়েছে আবু হায়াত মাহমুদের ‘দ্য বস’, সাগর জাহানের মাহিন সিরিজের ৭ পর্বের ‘মাহিনের লাল ডায়েরি’, ‘মাছের দেশের মানুষ’ ও জাহিদুর রহমানের ‘জীবন বাবুর চিঠি’। একই পরিচালকের ৭ পর্বের নাটক ‘ফ্যাট ম্যান’, মুরসালিন শুভর ‘তোমাকে চাই’, ‘চন্দ্রজয়’ ও কোম্পানির প্রচারের স্বার্থে, আদিবাসী মিজানের ব্রেইনওয়াশ ও হাই প্রেশার-২, কচি খন্দকারের ‘ওরে বাবা মান সম্মান’, রতন রিপনের প্রফেসর ডাভলুসহ আরও বেশ কিছু নাটক। এছাড়া শামীম জামান, সাজিদ আহমেদ বাবু, শামস করিম, আলমগীর রোমান, সোহেল রানা ইমনসহ বেশ কয়েকজন নির্মাতার নাটকে কাজ করছেন মোশাররফ করিম। মোশাররফ করিম এবারের ঈদের জন্য বেছে বেছে কাজ করছেন। চাঁদ রাত পর্যন্ত শূটিং করবেন তিনি। নুসরাত ইমরোজ তিশা ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। নজরকাড়া গ্ল্যামার আর সাবলীল অভিনয় নৈপুণ্যে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। মাঝে টিভি নাটকে খুব বেশি সময় দিতে পারেননি। তবে আসন্ন ঈদের জন্য বেশকিছু নাটকে অভিনয় করছেন। এরই মধ্যে শেষ করেছেন আবু হায়াত মাহমুদের পরিচালনায় নাটক ‘তারামনের অভিপ্রয়াণ’ ও ‘ফেয়ার পে’, ইমরাউল রাফাতের টেলিছবি ‘উত্তরাধিকার’, গোলাম সোহরাব দোদুলের ‘সুগন্ধি বোর্ডিং ও তুমি’, রতন রিপনের বিন্তির লাল পুতুল’, মাহমুদ দিদারের ‘জেনিফার তুমি রক্ত গোলাপ’, জাহিদুর রহমানের ‘জীবন বাবুর চিঠি’, জাকারিয়া শৌখিনের ‘শহরে নতুন প্রেমিক’, সাগর জাহানের ‘মাহিনের লাল ডায়েরি’ ও ‘মাছের দেশের মানুষ’সহ আরও কয়েকটি খণ্ড নাটকের কাজ। মেহজাবিন চৌধুরী এ সময়ের ছোট পর্দার জনপ্রিয় তারকা অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। গত বছরের কোরবানীর ঈদে প্রচারিত হয়েছিল তার অভিনীত নাটক ‘বড় ছেলে’। এর আগে নাটক ও বিজ্ঞাপনে কাজ করে তিনি যতটা না জনপ্রিয়তা পেয়েছিলেন, এই ‘বড় ছেলে’ নাটকটি তাকে তার চেয়ে বেশি জনপ্রিয়তা এনে দিয়েছিল। ওই নাটকে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে তার অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। তারপর থেকেই মেহজাবিনের প্রতি আগের থেকে বেশি আগ্রহ বেড়েছে নাট্য নির্মাতাদের। যার প্রমাণ মিলল চলতি বছরে এসে। কদিন বাদেই রোজার ঈদ। আসছে ঈদে একাধিক নাটকে দেখা যাবে শোবিজ অঙ্গণের জনপ্রিয় এই তারকাকে। এরই মধ্যে তিনি ঈদের জন্য শেষ করেছেন মিশুক মনির ‘রঙিন খামে ধুলো পড়া চিঠি’, মুরসালিন শুভর ‘আগুন’, আজাদ আল মামুনের ‘শেষ পৃষ্ঠা’, ইমরাউল রাফাতের ‘নীরবতা’, জাকারিয়া শৌখিনের ‘জলসা ঘর’ ও বৃন্দাবন দাসের ‘সুর বিবাগী’ মিজানুর রহমান আরিয়ানের বুকের বাঁ পাশে, সাজ্জাদ সুমনের দ্বৈরথ, হাবীব শাকিলের নিঃশব্দের সুর শিরোনামের বেশ কিছু নাটক। এবারের ঈদে দর্শকদের জন্য কি চমক থাকছে জানতে চাইলে তিনি বলেন, সেটি দর্শকদের হাতে তারা কোনটা গ্রহণ করে বলা যায় না। তবে আমি সব সময়ই চেষ্টা করি দর্শকদের ভাল কিছু উপহার দিতে। এবারের ঈদেও সেই চেষ্টা ছিল। এখন দেখা যাক কি হয়! তবে প্রতিটি নাটকেই বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করছেন বলে জানিয়েছেন মেহজাবিন। মোনালিসা দুই বছর পর গেলো এপ্রিলের মাঝামাঝি সময়ে আমেরিকা থেকে দেশে ফিরেন মডেল ও অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা। দেশে ফিরেই কোন বিরতি না দিয়েই অংশ নিয়েছেন নাটক ও টেলিছবিতে। বর্তমানে ঈদের নাটক নিয়ে ব্যস্ত মোনালিসা। দম ফেলার ও বুঝি সময় নেই তার। এরই মধ্যে বেশ কিছু ঈদ নাটকে অভিনয় করে ফেলেছেন তিনি। ৬ পর্বের ধারাবাহিক নাটকেও অভিনয় করেছেন। মোনালিসা অভিনীত ঈদের নাটকগুলোর মধ্যে আছে মাকসুদুর রহমান বিশালের ‘ভালোবাসা তোমার আমার’, জাহিদ হাসানের ‘যে মাসে সুখ থাকে’, শাখাওয়াত মানিকের ৬ পর্বের ধারাবাহিক ‘আমার বউ নায়িকা’, রোকনের ‘ছুটির ফাঁদে’, মোরসালিন শুভর ‘কোম্পানির প্রচারের স্বার্থে’, মোস্তফা কামাল রাজের ‘অনুভবে’ ও ‘কি জানি কি হয়’, আশফাক নিপুণের ‘হয়তো তোমার কাছে যাবো’ উল্লেখযোগ্য। এছাড়াও হানিফ সংকেতের পরিচালনায় একটি বিশেষ নাটকে রয়েছে ঈদের জন্য। চঞ্চল চৌধুরীর চলতি বছরের বেশিরভাগ সময় চলচ্চিত্রে অভিনয় নিয়েই ব্যস্ত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে ঈদ বা বিশেষ দিবস কেন্দ্রিক নাটকে অভিনয় নিয়ে তার ব্যস্ততা একটু বেশিই থাকে। তবে আসন্ন ঈদ উপলক্ষে চঞ্চল চৌধুরী বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। এবারের ঈদে তার অভিনীত নাটকগুলোর মধ্যে মিলন ভট্টাচার্যর ঈদের ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘হাটফেলথফয়েজ’ গোলাম সোহরাব দোদুলের ‘সুগন্ধি বোর্ডিং ও তুমি’, সাগর জাহানের ‘নসু ভিলেনের সংসার’ সহ বেশ কিছু নাটকে দেখা যাবে। ইরফান সাজ্জাদ সময়ের তরুণ অভিনেতাদের মধ্যে অন্যতম ইরফান সাজ্জাদ। ছোট, বড় দুই পর্দাতেই রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। নিজের মধ্যে অন্যের চরিত্রকে প্রবেশ করিয়ে পর্দায় তার আবেশ ফুটিয়ে তুলে দর্শকদের দৃষ্টি আকর্ষণে তিনি সফল। আসছে ঈদে কাজল আরেফিন অমির ‘আমার বিয়ে’ ও ‘তুমি যেখানে আমি সেখানে’, সাহেল সুমনের ‘ গেমার’, সঞ্জয়কান্তর ‘এক রাশ নীল’, আবুল হায়াতের ‘অমিত্রাক্ষর’, আসিফ ইকবাল জুয়েল এর ‘ভালোবাসা অকারণে’সহ বেশ কিছু নাটকে দেখা যাবে তাকে। জাকিয়া বারী মম জাকিয়া বারী মম। লাক্স সুন্দরী এই মডেল-অভিনেত্রী নিজের অভিনয় গুণে ছোটপর্দায় খুব ভাল একটি অবস্থান করে নিয়েছেন। তবে গত কয়েকমাস ধরেই চলছে ঈদ নাটকের কাজ। আসছে ঈদ-উল-ফিতরে জাকিয়া বারী মমকে দেখা যাবে সরদার রোকনের ‘রোদের মধ্যে রোদ’, আবু হায়াত মাহমুদের ‘লাভলি কথাচিএ’, শিহাব শাহিন এর ‘বন্ধন’ ও ‘বিনি সুতার টান’, কৌশিক শংকর দাশের ‘অচেনা অতিথি’, জাকারিয়া শৌখিনের ‘জলসাঘর’সহ বেশ কিছু নাটকে। জিয়াউল ফারুক অপূর্ব ছোট পর্দার তুমুল জনপ্রিয় একজন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাট্যজগতে বর্তমানে বেশ কয়েকজন তরুণ রোমান্টিক অভিনেতার আবির্ভাব হলেও প্রেমের নাটকে এখনও অপ্রতিদ্বন্দ্বী অপূর্ব। সারা বছর তিনি অভিনয়ের মধ্যেই থাকেন। এবারের ঈদও তার ব্যতিক্রম নয়। এবারের ঈদে সর্বাধিক নাটকে যে কয়জন অভিনেতা কাজ করছেন তাদের অন্যতম জিয়াউল ফারুক অপূর্ব। নাটক নিয়ে সারা বছর ব্যস্ত থাকলেও ঈদের আগের এ সময়টাতে তার কাজের ব্যস্ততা বেড়ে যায় বহুগুণ। এবারে ঈদে দেখা যাবে শুভর ‘কখনও হয় না ফেরা’, মাবরুর রশীদ বান্নার গল্পটা, জাকারিয়া শৌখিনের ‘জলসাঘর’, আশফাক নিপুণের ‘হয়তো তোমার কাছাকাছি’, সরদার রোকনের ‘রোদের মধ্যে রোদ’, মিজানুর রহমান আরিয়ানের ‘প্রবাসী,’ শিহাব শাহিন এর বন্ধন ও বিনি সুতার টানসহ একাধিক নাটক টেলিছবিতে দেখা যাবে তাকে। সাবিলা নূর ’গেল বছরের ঈদে তেমন একটা দেখা না গেলেও এবার অনেকটা ঘুরে দাঁড়িয়ে ছন্দে ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। গত ঈদে একটি মাত্র নাটকে তাকে দেখা গিয়েছিল। তবে এবারের ঈদে বেশ কিছু নাটকে দেখা যাবে বলে জানান তিনি। মাবরুর রশীদ বান্নাহ’র ‘গল্পটা’, সাগর জাহানের ‘ফ্যাট ম্যান’, মেহেদী হাসান রনির ‘আমার একটা গল্প বলার শখ’, জাকারিয়া শৌখিনের ‘বাতাসে কান পেতে রেখো’। তানজিন তিশা চলতি সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাও ঈদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ঈদে তাকে মাবরুর রশীদ বান্নার ‘ছাত্র’ ও ‘চশমায় লেগে থাকা ভালোবাসা’, রাহাত মাহমুদের ‘আমার দোসর যে জন’, রিংকুর ‘সিগন্যাল’, বিইউ শুভর ‘ভেতর বাহির’, বিপ্লবের ‘বাবাকে বলে দেবো’, আদিত্য জনির ‘অথৈ নিলিমা’ নাটকগুলোতে দেখা যাবে বলে জানান তানজিন তিশা।
×