ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সব্যসাচী দাশ

ঈদ আনন্দের সিনেমা

প্রকাশিত: ০৮:১৫, ৭ জুন ২০১৮

ঈদ আনন্দের সিনেমা

রোজা শুরুর আগে থেকে ঝকঝকা ডিজিটাল পোস্টার দেখে সিনেমাপ্রেমীরা ভীষণভাবে আমুদিত হয়েছিল। ভাবটা এমন ছিল যে, এবার বুঝি ফাটিয়ে দেবে! এদিকে একটা করে দিন চলে যাচ্ছে সঙ্গে ঈদ অনন্দের ক্ষণ ঘনিয়ে আসছে। কিন্তু উৎসব পালনের আইকন অর্থাৎ ঈদের ছবি, তার এখন পর্যন্ত ঠিক ঠিক নাম জানা যায়নি! অবশ্য গেল বছরের থেকে এ বছরের পরিস্থিতি তুলনামূলক ভাল। সিনেমা মুক্তি দেয়া-না দেয়া নিয়ে এখন পর্যন্ত রাস্তা অবরোধ কিংবা সংশ্লিষ্ট কোন প্রতিষ্ঠন ঘেরাও হয়নি। যা যা ইঙ্গিত করে বলছি সে সব খুব বেশি দিনের কথা নয়। এই তো প্রায় এগারো মাস আগের কথা ঈদের সিনেমা মুক্তিকে কেন্দ্র করে কি তুলকালাম ঘটনাই না ঘটেছিল। আশা করি সে অভিজ্ঞতার কথা এত তাড়াতাড়ি ভোলার নয়। হয়ত এ বছর শুভ বুদ্ধির উদয় আগেই ঘটেছে। সে জন্য আগে থেকে পূর্ব ব্যবস্থা হিসেবে নিপা এন্টারপ্রাইজের পক্ষে প্রযোজক সেলিনা বেগম আদালতে বাংলাদেশের বিশেষ দিবসগুলোতে যৌথ প্রযোজনা ও বিদেশী সিনেমা প্রদর্শন স্থগিত চেয়ে একটি রিট করেছেন। প্রায় দিন কুড়ি আগে সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ ও একেএম জাহিরুল হক আদেশ দেন, ঈদ, নববর্ষসহ বিভিন্ন উৎসবে দেশীয় সিনেমা ছাড়া অন্য কোন (যৌথ প্রযোজনা ও আমদানিকৃত সিনেমা) সিনেমা মুক্তি দেয়া যাবে না। আদালত এ সংক্রান্ত একটি রুল জারি করে তথ্য সচিবকে ৪ সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলেছেন। যে কারণে আলোচিত যৌথ প্রযোজনার সিনেমা ‘ভাইজান এল রে’ এবং ‘সুলতান’-এর মতো বাহারি রঙের সিনেমা মুক্তির সম্ভাবনা এখন পর্যন্ত অনিশ্চিত বলা যেতে পারে! এদিকে ঈদের মধ্যে ফুটবল বিশ্বকাপ এবং বৃষ্টিপ্রবণ আবহাওয়া, সব মিলিয়ে ক্ষাণিকটা ভাবিয়ে তুলেছে সিনেমা সংশ্লিষ্টদের। হয়ত এসব কারণে এখন নিশ্চিত বলা যাচ্ছে না, ঈদ উপলক্ষে সিনেমার বাজারে কি অপেক্ষা করছে! তবে খোঁজ নিয়ে যতদূর জানা গেছে আসছে ঈদে এই সিনেমাগুলো প্রদর্শিত হওয়ার সম্ভাবনার কথা জানা গেছে। চিটাগাংইগা পোয়া নোয়াখাইল্লা মাইয়া গত কয়েক বছর ধরে জনপ্রিয় নায়ক শাকিব খান আলোচিত নায়িকা শবনম বুবলির সঙ্গে জুটি বেঁধে সিনেমা করছেন। দু’হাজার ১৬ থেকে তাদের রসায়ন ঈদ উপলক্ষে প্রদর্শিত হয়ে আসছে। এ বছর ২০১৮তে তার ব্যতিক্রম হবে বলে আপাতত মনে হয় না। করণ, এখন পর্যন্ত তাদের অভিনীত সিনেমা সবার আগে সেন্সরের ছাড়পত্র পেয়েছে। সিনেমায় নায়িকা বুবলি নোয়াখাইল্লা মাইয়ার চরিত্রে অভিনয় করেছেন। সত্যিকার অর্থে, বুবলির পৈত্রিক বাড়ি নোয়াখালীতে। নায়ক শাকিব খান চিটাগাইংগা পোয়ার চরিত্রে অভিনয় করেছেন। যদিও শাকিবের পৈত্রিক বাড়ি গোপালগঞ্জ। আঞ্চলিক ভাষার রসালো প্রেমের গল্প সঙ্গে নজর কারা এ্যাকশন সিনেমার গল্প। এ রকমই জানিয়েছেন সিনেমার নায়িকা বুবলি। ছবিটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। পোড়া মন-২ প্রায় সপ্তাহ দুয়েক আগে ইন্টারনেটে মুক্তি পায় সাইমন-মাহির জনপ্রিয় সিনেমা পোড়া মনের দ্বিতীয় সিক্যুয়াল পোড়া মন-২ এর ট্রেইলর। ট্রেইলর মুক্তির পর থেকে এখন পর্যন্ত ইতিবাচক আলোচনায় আছে সিয়াম-পূজার পোড়া মন-২। তবে, হলে গিয়ে, পকেটের টাকা খরচ করে দর্শক যখন স্বস্তির বা ভাল লাগার অনুভূতি ব্যক্ত করবে এমনটা আশা করছেন সিনেমার সংশ্লিষ্টরা। ছবির গল্প প্রথম বারের মতো পরি ও সুজন নামের এক প্রেমিকযুগলের ভালবাসার করুণ পরিণতি দেখা যাবে। সেন্সর বোর্ডে জমা দেয়া এবং ঠিক ঠিক ছাড়পত্র পাওয়া গেলে আসছে ঈদে এই সিনেমা দর্শকরা উপভোগ করবে বলে আশা করা য়ায়। কমলা রকেট কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ গল্প অবলম্বনে এর চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও নূর ইমরান মিঠু। পরিচালনা করেছেন নূর ইমরান মিঠু। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, মোশাররফ করিমের ভাল অভিনেতারা। ছবির গল্পে কমলা রকেট মূলত একটি স্টিমারের নাম। গল্পে দেখা যাবে স্টিমারে নিয়মিত সব প্যাসেঞ্জারের সঙ্গে উঠে পড়েছে আতিক নামের অনিয়মিত এক ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার। ক্লাসের রকম ভেদে সবাই সবার থেকে আলাদা। এ যেন ছোট এক বাংলাদেশ। ব্যবসায়ী আতিক তার নিজের ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছে ইন্স্যুরেন্স থেকে টাকা পাওয়ার আশায়। আগুনের ঘটনা যখন সারাদেশের মূল খবরে পরিণত হয় তখন সে ঢাকা থেকে স্টিমারে করে মংলায় বন্ধুর বাসায় আত্মগোপন করতে যাচ্ছে। অন্যদিকে মৃত ফ্যাক্টরি কর্মীর আগুনে পোড়া লাশ নিয়ে তার স্বামী মনসুরও একই স্টিমারে যাত্রী হয়েছে। কুয়াশায় আটকে যায় স্টিমার এবং চরে বেঁধে রকেটের খাবার সঙ্কট যখন তীব্র হতে থাকে ঠিক তেমন এক মুহূর্তে লাশের মালিক মনসুরের সঙ্গে আতিকের দেখা হয়ে যায়। আতিকের স্টিমারের খাবার খাওয়ার অনীহা, আভিজাত্যের অহঙ্কার কাম, ক্ষুধা, গন্ধের মতো আদিম জিজ্ঞাসায় ধীরে ধীরে টলে যেতে থাকে। ইমপ্রেম টেলিফিল্মের ব্যানারে কমলা রকেট নির্মিত হয়েছে। সুপার হিরো আবারও শাকিব খান-বুবলির মিশন সুপার হিরো। এ্যাকশন থ্রিলারধর্মী সিনেমাটি পরিচালনা করেছেন আশিকুর রহমান। প্রযোজনা হার্টবিট কথাচিত্র। মোটামুটি সবই ঠিক ছিল কিন্তু ছোট্ট একটা বিপত্তির কারণে সিনেমাটি আপাতত আটকে আছে। অনুমতি ছাড়া দেশের বাইরে শূটিং করায় আইনী জটিলতায় আটকে আছে সুপার হিরো। এ ছাড়া ঈদের সিনেমা ‘আমার প্রেম আমার প্রিয়া’, ‘পাঙ্কু জামাই’ সিনেমার নাম শোনা গেছে। আসলে ঈদের আগে হলের সামনে পোস্টার দেখে হয়ত বোঝা যাবে শেষমেষ কোন্ কোন্ সিনেমা ঈদের জন্য নির্ধারিত হয়েছে।
×