ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব

প্রকাশিত: ০৪:২৪, ৭ জুন ২০১৮

বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব

গণনার মাধ্যমে পৃথিবী আবর্তিত হয়। গণনা ছাড়া জীবন অচল। সৃষ্টির স্রষ্টা প্রকৃতিকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, তেমনি করেছেন নভমণ্ডল, নিখুঁত পৃথিবী বলয়। একই চাঁদ ঘুরে ঘুরে আসে বার মাসে বার রূপ নিয়ে। প্রতি চাঁদের সুন্দর নাম এবং সামাজিক কারুকার্য। মহিমান্বিত আল্লাহ তার বান্দার জন্য, এমনিভাবে সৃষ্টি করেছেন যেন তার চলার পথে জীবন সুন্দর হয়। মাহে রমজান, শাওয়ালের চাঁদ মুসলিম জাহানে এই চাঁদ জীবনকে চারিত্রিক দিক থেকে শুদ্ধি সাধনা করে, সিয়াম বা রোজার মাধ্যমে, যেন বাকি মাসগুলো তারা পবিত্রতার সঙ্গে অতিবাহিত করে। দেশ ও জাতির সার্বিক উন্নতি মঙ্গলময় হয়। ধনী, গরিব নির্বিশেষে আনন্দ উপভোগ করতে পারে সেই বিধানই এই ইসলাম ধর্মে। সেই জন্য ধনী ব্যক্তিদের জন্য রয়েছে যাকাত ও ফিতরা। এটা যে কত মূল্যবান জিনিস বলে শেষ করা যাবে না। আল্লাহ তায়ালার বিধান বড় সুন্দর। ধনীদের এই টাকায় বহু দরিদ্র অসহায় মানুষ সুন্দর জীবন যাপন করতে পারে, তাদের মুখ হাসিতে উজ্জ্বল হতে পারে। এর থেকে সুখ আর কি আছে? এতে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন এবং তার বান্দার ওপর রহমতের দৃষ্টি বর্ষণ করেন। এটাই মাহে রমজান বা সিয়ামের ঈদের মর্তবা। ঈদ আসে ঈদ চলে যায়। ঈদ সবাইকে খুশি আনন্দ দেয়, অন্তরের হিংসা ও মলিনতা দূর করে, বুকে বুক মিলায়, বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব জাগায়। বারিধারা, ঢাকা থেকে
×