ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রকাশিত: ০৭:২৩, ৬ জুন ২০১৮

সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের ফুটবল টুর্নামেন্ট শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ স্পোর্টস লাভার্স এ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের ফুটবল টুর্নামেন্ট।’ বিশ্বকাপের উন্মাদনা পথশিশুদের মাঝে ছড়িয়ে দিতে তৃতীয়বারের মতো এই আসর অনুষ্ঠিত হচ্ছে। দুইদিনব্যাপী এই প্রতিযোগিতা বুধবার বিকেলে ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের নিয়ে ছয়টি দল গঠন করা হয়েছে। তাদের নামকরণও করা হয়েছে বিশ্বকাপে অংশ নেয়া ছয়টি দলের নামানুসারে : ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইরান, স্পেন ও জাপান। উদ্বোধনী দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। জাপানকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় ইরান। দ্বিতীয় খেলায় জার্মানিকে ১-০ গোলে হারায় স্পেন। দিনের শেষ ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইরান দল। আল্টিমেটাম জিম্বাবুইয়ে ক্রিকেটারদের স্পোর্টস রিপোর্টার ॥ জিম্বাবুইয়ের ক্রিকেট খুব একটা ভাল অবস্থায় নেই। নিজেদের মাটিতে আয়োজিত আইসিসি বিশ্বকাপ কোয়ালিফায়ারের ফাইনালে উঠতে পারেনি এই টেস্ট খেলুড়ে দেশটি। ফলে তাদের খেলা হচ্ছে না ২০১৯ সালের বিশ্বকাপে। আর অনেকদিন থেকেই বোর্ডটির আর্থিক টানাপড়েন চলছে। ক্রিকেটাররা ঠিকমতো বেতন পাচ্ছেন না। তবে এবার তারা এই অবস্থার পরিবর্তনে প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছেন। জুন মাসের ২৫ তারিখের মধ্যে তারা সব বকেয়া পরিশোধ করতে বলেছেন বোর্ডকে। অন্যথায় জুলাইতে অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি২০ সিরিজ বয়কট করবেন তারা। গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কা সফরের কোন ম্যাচ ফি পাননি জিম্বাবুইয়ের ক্রিকেটাররা। তাদের তিন মাসের বেতনও বকেয়া আছে। এমন অবস্থায় বেশ শক্ত প্রতিবাদেরই সিদ্ধান্ত নিয়েছেন তারা। ক্রিকেটাররা এখনই অনুশীলন করা বন্ধ করে দিয়েছেন। কিছুদিন আগে সাবেক ভারতীয় ক্রিকেটার লালচাঁদ রাজপুত দলটির নতুন অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছেন।
×