ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গুরুতর অভিযোগ মার্ক টেলরের

প্রকাশিত: ০৭:২২, ৬ জুন ২০১৮

গুরুতর অভিযোগ মার্ক টেলরের

স্পোর্টস রিপোর্টার ॥ সম্প্রতি ক্রিকেটের অন্ধকার জগৎ নিয়ে তৈরি আলজাজিরা টেলিভিশনের যে ডকুমেন্টারি আলোড়ন সৃষ্টি হয়েছে সেটিকে অনেকাংশে সমর্থন করেন সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক মার্ক টেলর। বিষয়টি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) অবগত বলেও মনে করেন তিনি। টেলরের ধারণা, যেসব খেলোয়াড় ফিক্সিংয়ে জড়িত সিএÑ তাদের নাম জানে। ডকুমেন্টারিটি মূলত ম্যাচ পাতানো কেন্দ্র করে তদন্ত রিপোর্ট। এখানে শ্রীলঙ্কায় পিচ ডক্টরিং, ম্যাচ পাতানোতে খেলোয়াড়দের যুক্ত থাকাসহ বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। তাদের তথ্য অনুযায়ী গত বছর অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার ম্যাচ পাতানোতে জড়িত ছিলেন। টেলরের মতে ক্রিকেটে বাজিকরদের প্রভাবের অন্যতম কারণ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি২০ ক্রিকেট। আলজাজিরার ডকুমেন্টারিতে পাওয়া তথ্য অনুযায়ী গত বছর রাঁচিতে ভারতের বিপক্ষে টেস্ট পাতানোর জন্য দু’জন অস্ট্রেলীয় ক্রিকেটার বড় অঙ্কের অর্থ নিয়েছিলেন বাজিকরদের কাছ থেকে। টেলর নিশ্চিত করেছেন এই দুইজনের পরিচয় জানে সিএ। তবে তিনি এই ক্রিকেটারদের পরিচয় প্রকাশ করেননি ক্রিকেটে বাজিকরদের এই প্রভাবের পেছনে তিনি ফ্র্যাঞ্চাইজি টি২০ লীগগুলোর কথাই বলেছেন।
×