ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বকাপের ৩২ দল চূড়ান্ত

প্রকাশিত: ০৭:২২, ৬ জুন ২০১৮

বিশ্বকাপের ৩২ দল চূড়ান্ত

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার ছিল আসন্ন বিশ্বকাপের জন্য দল ঘোষণার ফিফা নির্ধারিত শেষদিন। আর শেষ দিনেই সম্পন্ন হয়েছে অংশগ্রহণকারী ৩২ দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা। শেষদিনে আরও পাঁচটি দল ঘোষণা করা হয়। এর মধ্যে অন্যতম ফেবারিট ফ্রান্সের দল ঘোষণা করা হয়। কোচ দিদিয়ের দেশম তার ২৩ সদস্যের দলে জায়গা দেননি ম্যানচেস্টার ইউনাইটেডের এ্যান্থনি মার্শাল, আর্সেনালের আলেক্সান্ডর ল্যাকাজেট্টি ও রিয়াল মাদ্রিদের করিম বেনজেমাকে। আরেকটি শক্তিশালী দল ক্রোয়েশিয়া। দেশটির কোচ লাটকো ডালিচ অনেক আগেই মাত্র ২৪ জনের প্রাথমিক দল গড়েছিলেন। সেখান থেকে শুধু ডিফেন্ডার মাতেই মিতোভিচ বাদ পড়েছেন। ফ্রান্স ॥ গোলরক্ষক- হুগো লরিস, স্টিভ মান্ডান্ডা, আলেফোনসি এ্যারিওলা। ডিফেন্ডার- লুকাস হার্নান্দেজ, প্রেসনেল কিমপেম্বে, বেঞ্জামিন মেন্ডি, বেঞ্জামিন পাভার্ড, আদিল রামি, জিবরিল সিদিবে, স্যামুয়েল উমতিতি, রাফায়েল ভারান। মিডফিল্ডার- এনগোলো কান্টে, ব্লেইস মাতুইডি, স্টিভেন এনজোনজি, পল পোগবা, কোরেন্টিন টোলিসো। ফরোয়ার্ড- উসমান ডেম্বেলে, নাবিল ফেকির, অলিভার জিরুড, এ্যান্টেনি গ্রিজম্যান, টমাস লেমার, কাইলিয়ান এমবাপে, ফ্লোরিয়ান থাউভিন। ক্রোয়েশিয়া ॥ গোলরক্ষক- ড্যানিয়েল সুবাসিচ, লোভ্রে কালিনিচ, ডমিনিক লিভাকোভিচ। ডিফেন্ডার- ভেদরান চোরলুকা, দমাগোই ভিদা, ইভান স্ত্রিনিচ, ডেজান লোভ্রেন, শিমে ভ্রাসালিকো, যোসেফ পিভারিচ, টিন ইয়েদভাই, দুয়ে চালেটা-কার। মিডফিল্ডার- লুকা মদরিচ, ইভান রাকিটিচ, মাতেও কোভাচিচ, মিলান বাদেই, মার্সেলো ব্রোজোভিচ, ফিলিপ ব্রাদারিচ। ফরোয়ার্ড- মারিও মানদুকিচ, ইভান পেরিসিচ, নিকোলা কালিনিচ, আন্দ্রেই ক্রামারিচ, মার্কো পিয়াসা, আন্তে রেবিচ। সুইজারল্যান্ড ॥ গোলরক্ষক- রোমান বুয়েরকি, ইভোন এমভোগো, ইয়ান সোমার। ডিফেন্ডার- ম্যানুয়েল আকানি, জোহান জোওরু, নিকো এলভেডি, মাইকেল ল্যাং, স্টেফান লিচস্টাইনার, জ্যাকুয়েস ফ্রান্সিস মুবাঞ্জ, রিকার্ডো রড্রিগুয়েজ, ফ্যাবিয়ান শিয়ার; মিডফিল্ডার- ভ্যালন বেহরামি, ব্লেরিম জেমাইলি, গেলসন ফার্নান্দেস, রেমো ফ্রিউলার, জেরদান শাকিরি, গ্রানিট ঝাকা, স্টিভেন জুবের, ডেনিস জাকারিয়া; ফরোয়ার্ড- যোসেফ দ্রিমিচ, ব্রিল এমবোলো, মারিও গাভ্রানোভিচ, হারিস সেফেরোভিচ। পোল্যান্ড ॥ গোলরক্ষক- বার্তোজ বিয়ালকোভস্কি, লুকাজ ফ্যাবিয়ানস্কি, ওইসিয়েখ জেসনি। ডিফেন্ডার- জ্যান বেডনারেক, বার্টোজ বেরেসজিনস্কি, থিয়াগো সিওনেক, কামিল গিল্ক, লুকাজ পিজসেক, আরতুর জেডরেসজাইক, মিখাল প্যাজডান। মিডফিল্ডার- জ্যাকুব ব্লাসজিকোস্কি, জাসেক গোরালস্কি, কামিল গ্রোসিকি, গ্রেগর্জ ক্রাইচোউইয়াক, রাফাল কুরজাওয়া, ক্যারল লিনেট্টি, স্লাওমির পেজকো, মাসিয়ে রাইবাস, পিওটার জিয়েলিনস্কি। ফরোয়ার্ড- ডেভিড কাওয়ানাকি, রবার্ট লেভানডোস্কি, আর্কাডিউজ মিলিক, লুকাজ টিওডোর্সজাইক।
×