ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফিফার পরবর্তী কংগ্রেসে মিলবে সাফের স্বীকৃতি

প্রকাশিত: ০৭:১৫, ৬ জুন ২০১৮

ফিফার পরবর্তী কংগ্রেসে মিলবে সাফের স্বীকৃতি

স্পোর্টস রিপোর্টার ॥ ফিফার পরবর্তী কংগ্রেসেই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি মিলবে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফের। আর ৭টি নয়, আপাতত ১৪টি দেশ নিয়ে গঠিত হচ্ছে বহুল আলোচিত সোয়াফ। যেখানে সংগঠনটির প্রথম সভা অনুষ্ঠিত হবে আগামী ১২ আগস্ট। সভাপতি আরও জানান, বাফুফের কাজে গতিশীলতা আনতেই বিলুপ্ত করা হয়েছে বাংলাদেশ ফটবল ফেডারেশনের (বাফুফে) সব কার্যনির্বাহী কমিটি। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। প্রতিষ্ঠার দুই যুগেরও বেশি সময় পার হলেও এখনও সংগঠনটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি এএফসি কিংবা ফিফা কেউই। এই সময় আয়োজিত হয়েছে ১১টি চ্যাম্পিয়নশিপ। তাইতো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জৌলুসও কমেছে এই টুর্নামেন্টের। আগামী ৯ জুন রাশিয়ায় অনুষ্ঠিত হবে ফিফা কংগ্রেস। যেখান থেকে আসতে পারে সাফের আনুষ্ঠানিক স্বীকৃতি। সোয়াফের সভা শেষে দেশে ফিরে এমনটাই জানিয়েছেন বাফুফে সভাপতি। তিনি বলেন, ‘এতদিন ধরে সাফকে এএফসি ফান্ড দেবে বলেছিল। এবার তারা অফিসিয়ালি রিকগনাইজ করবে।’ এদিকে সাফের স্বীকৃতির মতোই শঙ্কা কেটে গেছে সোয়াফ নিয়েও। এশিয়ার দক্ষিণাঞ্চলের দেশগুলোর অনাগ্রহ থাকলেও পশ্চিম আর দক্ষিণ এশিয়ার ১৪ দেশ নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সংগঠনটি। যেখানে উপস্থিত ছিল ফিফা ও এএফসির প্রতিনিধি দলও। হেড অফিস হবে জেদ্দায়।
×