ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিটি কোচ গার্ডিওলা দুই ম্যাচ নিষিদ্ধ

প্রকাশিত: ০৭:১৫, ৬ জুন ২০১৮

সিটি কোচ গার্ডিওলা দুই ম্যাচ নিষিদ্ধ

স্পোর্টস রিপোর্টার ॥ নিপাট ভদ্রলোক হিসেবেই পরিচিত তারকা কোচ পেপ গার্ডিওলা। অথচ তাকেই কিনা দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। রেফারির সঙ্গে অশোভন আচরণের দায়ে নিষিদ্ধ হয়েছেন ম্যানচেস্টার সিটি কোচ। নিষিদ্ধ হওয়ায় আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগের প্রথম দুই ম্যাচে সিটির ডাগআউটে থাকতে পারবেন না গার্ডিওলা। এর পাশাপাশি ইয়াইয়া তোরে সাবেক গুরুর বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ করেছেন। চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে লিভারপুলের দ্বিতীয় গোলকে কেন্দ্র করে গার্ডিওলা রেফারির সঙ্গে অশোভন আচরণ করেন। যে কারণে তাকে স্ট্যান্ডে পাঠিয়ে দেন স্প্যানিশ রেফারি এ্যান্টোনিও মাটেও লাহোজ। প্রথম লেগে সিটিজেনরা ৩-০ গোলে পরাজিত হওয়ার পর দ্বিতীয় লেগেও ২-১ গোলে হারে। ফলে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে হেরে বিদায় নেয় তার দল সিটি। এদিকে প্রথম লেগে এ্যানফিল্ডে আসার সময় সিটিজেনদের বহনকারী বাসে হামলার অভিযোগে লিভারপুলকে ২০ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা। লিভারপুল সমর্থকরা সিটিজেনদের বাসে বোতল ও ক্যান ছুড়ে প্রতিবাদ জানিয়েছিল। এছাড়াও সিটির বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচ ও সেমিফাইনালে রোমার বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে ফায়ারওয়ার্কের কারণে লিভারপুলকে অতিরিক্ত ৯ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। এক সাক্ষাতকারে তোরে বলেন, গার্ডিওলা আমাকে কখনই পছন্দ করত না। আমার সঙ্গে বছরের পর বছর তিনি যে ব্যবহার করেছেন সে ব্যবহারটা কী কখনও ইনিয়েস্তা পেয়েছে? বার্সিলোনার অন্যান্য খেলোয়াড়কে জিজ্ঞেস করে দেখুন। একই কথা বলবে সবাই। গার্ডিওলাকে খুবই ‘চতুর’ লোক মনে করেন তোরে। তার মতে, গার্ডিওলা নিজেকে ভাল মানুষীর চাদরে ঢেকে রেখেছেন। এ প্রসঙ্গে তোরের ভাষ্য, হয়তো আমার মতো কয়েকজন কৃষ্ণবর্ণের মানুষ তার কাছ থেকে ভাল ব্যবহার পান না, কিন্তু এটা তিনি কখনই স্বীকার করবেন না। কিন্তু যেদিন গার্ডিওলা কোন ম্যাচে তার মূল একাদশে পাঁচজন আফ্রিকান খেলোয়াড় রাখবেন সেদিন আমি তার বাসায় কেক পাঠাব।
×