ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাদ পড়া ইতালি-হল্যান্ড ম্যাচ ড্র

প্রকাশিত: ০৭:১৫, ৬ জুন ২০১৮

বাদ পড়া ইতালি-হল্যান্ড ম্যাচ ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ এবারের বিশ্বকাপ ফুটবলে নেই ইউরোপের দুই পরাশক্তি ইতালি ও হল্যান্ড। দল দু’টিই বিশ্বকাপ বাছাইপর্বে বাদ পড়ে। যে কারণে কিছুটা হলেও রাশিয়া বিশ্বকাপের ঔজ্জ্বল্য কমেছে। বাদ পড়া দল দু’টি সোমবার রাতে আন্তর্জাতিক প্রীতি ফুটবলে মুখোমুখি হয়েছিল। তুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দশজনের ইতালির সঙ্গে ১-১ গোলে ড্র করে অতিথি হল্যান্ড। ম্যাচে স্বাগতিক ইতালির নেতৃত্ব দেন নেপোলি ফরোয়ার্ড লরেঞ্জো ইনসিনিয়ে। আর হল্যান্ড নামে লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইকের নেতৃত্বে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মকভাবে খেলতে থাকে স্বাগতিকরা। সেই ধারায় ম্যাচের তৃতীয় মিনিটেই ইতালির ফরোয়ার্ড বেলোত্তি গোল করেন। কিন্তু পরে তা অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। সবমিলিয়ে প্রথমার্ধে আক্রমণ করলেও গোলের দেখা পায়নি কেউই। বিরতির পরও আক্রমণের ধারা অব্যাহত রাখে ইতালি। এর ফলাফল আসে ম্যাচের ৬৬ মিনিটে। বদলি হিসেবে নামা সিমিওনে জাজা দারুণ এক গোলে ঘরের মাঠে আজ্জুরিদের এগিয়ে দেন। তারপর ৬৯ মিনিটে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন ইতালির ডিফেন্ডার ক্রিসিতো। দশজনের ইতালির ওপর এরপর চড়াও হয় হল্যান্ড। গোল শোধের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে তারা। ফলও পায় শেষবেলায় এসে। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে বদলি হিসেবে নামা নাথান আকের দারুণ এক হেডে সমতায় ফেরে ডাচরা। ম্যাচের বাকি দুই মিনিট আর কেউই গোল পায়নি। ফলে ১-১ সমতায়ই মাঠ ছাড়ে দুই দল। দুটি দলই নতুন কোচের অধীনে নিজেদের পুনরায় ফিরিয়ে আনার প্রয়াসে কাজ করে যাচ্ছে। ইতালির হয়ে রবার্টো ম্যানচিনি ও হল্যান্ডের হয়ে কাজ করছেন রোনাল্ড কোম্যান।
×