ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ভারত লড়াই আজ

প্রকাশিত: ০৭:১৪, ৬ জুন ২০১৮

বাংলাদেশ-ভারত লড়াই আজ

স্পোর্টস রিপোর্টার ॥ নারী এশিয়া কাপ টি২০ ক্রিকেটে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের পর পাকিস্তানকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভালে বাংলাদেশ সময় দুপুর ১২টায় ম্যাচটি শুরু হবে। নারী টি২০ বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে নামার আগে এশিয়া কাপটি বাংলাদেশ দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। একমাস পর ৭ জুলাই শুরু হবে বিশ্বকাপ বাছাইপর্ব। এর আগে এশিয়ার সেরা দলগুলোর সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে সালমাবাহিনী। এশিয়া কাপে এবার বাংলাদেশ, ভারত, স্বাগতিক মালয়েশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড খেলছে। ১০ জুন ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে এশিয়া কাপ। প্রতিটি দল একে অপরের বিপক্ষে লড়াই করবে। যে দুই দল পয়েন্ট তালিকায় সবার ওপরে থাকবে, তারাই ফাইনালে খেলবে। একটি দল ৫টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। বাংলাদেশ দল দুই ম্যাচ খেলে ফেলেছে। হাতে আছে আরও তিন ম্যাচ। আজ ভারতের বিপক্ষে খেলার পর বৃহস্পতিবারই থাইল্যান্ডের বিপক্ষে ও ৯ জুন স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। যদি পয়েন্ট তালিকায় সেরা দুই দলের একটি হতে পারে বাংলাদেশ নারী ক্রিকেট দল, তাহলে ফাইনালে খেলবে। না হলে বিদায় নেবে। অধিনায়ক সালমা খাতুন দেশ ছাড়ার আগে ফাইনালে খেলার স্বপ্নের কথা জানিয়েছিলেন। বলেছিলেন, ‘এশিয়া কাপে আমাদের প্রথম লক্ষ্য ভাল খেলা। যদি আমরা ভাল খেলতে পারি, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তাহলে যে কোন দলকেই হারানো সম্ভব। যদি ম্যাচের ফল আমাদের পক্ষে নিয়ে আসতে পারি তাহলে অবশ্যই ফাইনালে খেলা সম্ভব।’ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে নিজেদের দিকে ফল নিয়ে আসা সম্ভব হয়নি। এমনকি বড় ব্যবধানে হারের সঙ্গে ৬৩ রানে অলআউট হওয়ার লজ্জাও মিলেছে। তবে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারানো গেছে। দুই ম্যাচের মধ্যে একটিতে হেরেছে, একটিতে জিতেছে বাংলাদেশ। তবে টুর্নামেন্টে আছে ভারত ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী দল। প্রতিটি দলই ২টি করে ম্যাচ খেলে ফেলেছে। কিন্তু ভারত ও শ্রীলঙ্কা দুটি ম্যাচেই জয় তুলে নিয়েছে। বাকিরা পারেনি। তাতেই বোঝা যাচ্ছে, কতটা শক্তিশালী দল তারা। আর ভারত তো এ টুর্নামেন্টের সেরা দলই। এ নিয়ে নারী এশিয়া কাপ হচ্ছে সপ্তমবার। আগের ছয়বারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ২০০৪ সাল থেকে হচ্ছে এ টুর্নামেন্ট। প্রথম চারবার হয়েছে ওয়ানডে ফরমেটে। ২০১২ সাল থেকে টি২০ ফরমেটে হচ্ছে টুর্নামেন্ট। দুইবার হয়ে গেছে। এবার তৃতীয়বারের মতো টি২০ ফরমেটে হচ্ছে টুর্নামেন্ট। ভারত প্রতিবারই চ্যাম্পিয়ন দল। এই দলটির বিপক্ষেই আজ খেলতে নামবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে এর আগে ৯টি টি২০ ম্যাচ খেলে বাংলাদেশ। প্রতিটিতেই হারে। সবকটিতে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে ২০১৪ সালে কক্সবাজারে ১৬ রানে হারা ম্যাচটিতেই যা একটু প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছিল বাংলাদেশ। এবার দেখা যাক, কি করে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
×