ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৪১, ৬ জুন ২০১৮

টুকরো খবর

গ্রেফতার ১৬ ॥ ইয়াবা ও অস্ত্র উদ্ধার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারিসহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া নগরীর সিআরবি এলাকা থেকে চার ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার এই অভিযান পরিচালিত হয়। জানা যায়, মঙ্গলবার ভোরে সাতকানিয়ার বাজালিয়া, চরখাগরিয়া, কালিয়াইশ এবং কাঞ্চনা এলাকায় পরিচালিত অভিযানে গ্রেফতার হয়েছে মোট বারজন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৭৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৫ লিটার চোলাই মদ। যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলো- মুরাদ হোসেন, মোঃ নুরল আলম, জাহেদুল আলম, মোঃ শাহজাহান, মিনারুল ইসলাম চৌধুরী, বিকাশ চৌধুরী, বাদশা মিয়া, মোঃ বেলাল, মোঃ দিদার, নুরুল কবির, তৌহিদ ও বাবুল। এরা ইয়াবা ও মদসহ বিভিন্ন মামলার আসামি। এর মধ্যে ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও ছিল। এ দিকে, চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে র‌্যাবের হাতে আটক হয়েছে ৪ ছিনতাইকারী। মঙ্গলবার দুপুরে এদের আটক করা হয়। র‌্যাব সূত্র জানায়, আটক এই ৪ ছিনতাইকারী হলো- মোঃ ফারুক, মোঃ আরমান, মোঃ সুজন ও মোঃ সাদ্দাম হোসেন। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিদেশী নাবিক নিখোঁজ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পড়ে এক বিদেশী নাবিক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ এই নাবিকের নাম মার্কোকোলোস ভেসিলিউস (৫৮)। সোমবার রাতে বন্দরের ৭ নন্বর জেটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে তিনি জেটি এলাকায় এমভি ইভানিয়া নামের একটি জাহাজের নক্সা দেখছিলেন। এ সময় অসতর্কতায় তিনি পড়ে গিয়ে নিখোঁজ হন। তার সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে নৌবাাহিনী, কোস্টগার্ড এবং বন্দরের নিরাপত্তা কর্মীরা। মঙ্গলবার বিকেলে এ পর্যন্ত তার সন্ধান মেলেনি। জামায়াতের ৭ নেতাকর্মী আটক স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নাশকতা পরিকল্পনার বৈঠক থেকে সোমবার রাতে জেলার মুলাদী উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ আবু সালেহসহ সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পৌর সদরের তেরোচর এলাকার মাওলানা আবু সালেহের বাড়িতে বৈঠকের সময় আটককৃত সাতজনকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন-উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার আতাউর রহমান, জামায়াত নেতা মাওলানা সামসুল হক, মাওলানা আব্দুল মোতালেব, মাওলানা মাইনউদ্দিন, আব্দুল মালেক তালুকদার ও মাওলানা মোস্তাফিজুর রহমান। মুলাদী থানার ওসি জিয়াউল আহসান জানান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ আবু সালেহের বাড়িতে গোপন বৈঠক চলাকালে ওই সাতজনকে আটক করা হয়। আটককৃতদের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। শ্রমিক ও শিশু নিহত নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা ৫ জুন ॥ মোহনগঞ্জে পাইকুড়া ব্রিজের পাইলিংয়ের সময় রিগ মেশিন স্ট্যান্ড ভেঙ্গে এক শ্রমিক ও এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বেথাই নদীর পাইকুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম এসএসএবিটি (জেভি) জয়েন ভেনচার কোম্পানি চট্টগ্রাম। ঠিকাদার আবুল কালাম আজাদ। নিহতরা হলো-শেরপুর জেলার নকলা থানার চন্দ্রকোনা গ্রামের আন্নেস আলীর ছেলে রিপাত (১৮) অপরজন মোহনগঞ্জ উপজেলার পাইকুড়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ও পাইকুড়া গ্রামের হবিক মিয়ার শিশু ছেলে তামিম (৮)। গার্ড কাউন্সিলের বিক্ষোভ স্টাফ রিপোর্টার, ঈশ^রদী ॥ ট্রেন পরিচালককে নাটোর থানায় নিয়ে হয়রানির প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ঈশ^রদী স্টেশনে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ গার্ড কাউন্সিলের মহাসচিব আফজাল হোসেন জিন্নাহ। শাহ আলমের সভাপতিত্বে অনুুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, গার্ড কাউন্সিল ঈশ^রদী শাখার সভাপতি হাবিবুর রহমান ও শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তারা এই ঘটনার বিভাগীয় সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন । উল্লেখ্য, ৩ জুন সকালে খালি বিটিও ( তেলবাহী গাড়ি) সান্তাহার থেকে ঈশ^রদী আসার পথে নাটোর স্টেশনে ট্রেন পরিচালক কামরুল ইসলামকে তেল চুরির ঘটনায় জড়িত সন্দেহে নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাতের নেতৃত্বে একদল পুলিশ তাকে থানায় নিয়ে হয়রানি করে।
×