ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুলিশের গুলিতে আহত ডাকাত সদস্যের মৃত্যু

প্রকাশিত: ০৪:৩০, ৬ জুন ২০১৮

 পুলিশের গুলিতে আহত ডাকাত সদস্যের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ৫ মে ॥ কাশিয়ানীতে সড়ক ডাকাতির সময় পুলিশের গুলিতে আহত ডাকাত সদস্য তোতা ম-লের (৪৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। নিহত তোতা ম-ল রাজবাড়ী জেলার পাংশা উপজেলার চর বিকরা গ্রামের খবির উল্লাহ ম-লের ছেলে। রবিবার গভীর রাতে কাশিয়ানী ধূসর ব্রিজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ৭-৮ জনের একটি ডাকাত দল গাছ ফেলে বাস-ডাকাতির চেষ্টাকালে পুলিশ ও জনতা ধাওয়া করে তোতা ম-লসহ তিন ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতদের ছোড়া পাথরের আঘাতে পুলিশ কনস্টেবল আজিজুল (২৩) আহত হলে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এতে তোতা ম-লের পায়ে গুলি লাগে। নওগাঁয় চালককে খুন করে ইজিবাইক ছিনতাই নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৫ জুন ॥ সোমবার রাতে চালক মনোয়ার হোসেন ওরফে টুটুল (১৭) নামে এক যুবকে খুন করে তার অটোচার্জার (ইজিবাইক) ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলার সিংবাচা পশ্চিমপাড়া গ্রামের পাশে ভুট্টা ক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এলেও ইজিবাইকের এখন পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি। নিহত মনোয়ার শহরের ভবানীপুর গ্রামের রুবেল হোসেনের পুত্র। তার বাবাও একজন সিএনজি চালক। কুড়িগ্রামে দুই লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, একই দিনে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। রৌমারী উপজেলার লাঠিয়েলডাঙ্গা গ্রামের ফুলমিয়ার শিশুপুত্র হাসান মিয়া (৬) ও ঢুষমারা জলথানার নটারকান্দি গ্রামের জাইদুল ইসলামের স্ত্রী নুরিমা খাতুন (১৮) এর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে আখক্ষেত থেকে শিশু হাসানের লাশ উদ্ধার করে। অপরদিকে গৃহবধূ নুরিমার লাশ স্বামীর বাড়ি থেকে ঢুষমারা জলথানা পুলিশ উদ্ধার করে।
×