ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভোলায় নবগঠিত যুবদলের শোডাউন ॥ তালা ভেঙ্গে দখলে নিল অফিস

প্রকাশিত: ০৪:২৯, ৬ জুন ২০১৮

ভোলায় নবগঠিত যুবদলের শোডাউন ॥ তালা ভেঙ্গে দখলে নিল অফিস

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৫ জুন ॥ জেলা যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে দু’গ্রুপে চরম উত্তেজনা বিরাজ করছে। জেলা যুবদল অফিস দখলে রাখতে নবগঠিত কমিটি ও পদবঞ্চিত কমিটি মরিয়া হয়ে ওঠেছে। পাল্টাপাল্টি চলছে যুবদল অফিস দখলের খেলা। পদবঞ্চিতরা গত ৩ দিন জেলা যুবদল অফিসে তালা ঝুলিয়ে দেয়ার পর এবার মঙ্গলবার সকালে নবগঠিত কমিটি শো-ডাউন করে মাঠে নেমে আনন্দ মিছিল করে। এ সময় তারা তালা ভেঙ্গে যুবদল অফিস দখলে নিলেও তারা চলে যাওয়ার পর ফাঁকা মাঠে ফের তালা দেয় পদবঞ্চিত গ্রুপ। এছাড়াও জেলা বিএনপি কার্যালয়ে গত ৪ দিন ধরে তালা ঝুলছে। প্রবেশ করতে পারছে না অফিসে বিএনপির নেতৃবৃন্দ। এ পরিস্থিতে যে কোন সময় যুবদলের দুই গ্রুপে সংর্ঘষের আশঙ্কা দেখা দিয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, গত ১ জুন ঢাকা থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ভোলা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ১৪ বছর পর নতুন যুবদলের এই কমিটিতে জামালউদ্দিন লিটনকে সভাপতি, ফকরুল ইসলাম ফেরদৌসকে সিনিয়র সহসভাপতি, আবদুল কাদের সেলিমকে সাধারণ সম্পাদক, মনির হোসেনকে সাংগঠনিক সম্পাদক, মোস্তফা কামাল ও জিয়াউর রহমান পলাশকে যুগ্ম-সম্পাদক করা হয়েছে। ২ জুন এ খবর ছড়িয়ে পড়লে যুবদলের সভাপতি পদ প্রত্যাশি তরিকুল ইসলাম কায়েদ ও সম্পাদক প্রত্যাশী কবির হোসেন গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পদবঞ্চিত যুবদলের নেতা তরিকুল ইসলাম কায়েদ, কবির হোসেনের নেতৃত্বে ওই দিন দুপুরে ভোলা শহরের মহাজনপট্টির বন্ধ জেলা যুবদলের কার্যালয়ে তালার ওপর তালা মারে এবং জেলা বিএনপির কার্যালয়েও তালা ঝুলিয়ে দেন যুবদলের পদবঞ্চিত নেতারা। পরে তারা জুতা হাতে বিক্ষোভ প্রদর্শন করেন এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য, কেন্দ্রীয় যুবদল যুগ্ম-সাধারণ সম্পাদক নুর ইসলাম নয়নকে ভোলায় অবাঞ্চিত ঘোষণা করেন। এর পর ৪ জুন আবার সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরবের বিরুদ্ধে ৫০ লাখ টাকা উৎকোচ নেয়ার অভিযোগ করে তার পদত্যাগের দাবি জানান এবং শহরে ঝাড়ু মিছিল করে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও কেন্দ্রীয় যুবদল যুগ্ম-সাধারণ সম্পাদক নুর ইসলাম নয়নের কুশপুতুল দাহ করে মাঠ তাদের দখলে রেখে এবং নতুন এই কমিটি বিলুপ্ত করা না হলে তৃণমূলের নেতাকর্মীরা বিএনপির রাজনীতি থেকে অব্যাহতি নেয়ার হুঁশিয়ারি দেন। কিন্তু ৪ দিন পর এবার আজ মঙ্গলবার সকালে নবগঠিত যুবদলের নেতৃবৃন্দ শো-ডাউন করে মাঠে নামে। সদ্য ঘোষিত জেলা কমিটির সভাপতি জামাল উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিমের নেতৃত্বে একটি মিছিল মহাজনপট্টিতে যুবদল কার্যালয়ে এসেই তালা ভেঙ্গে অফিসে অবস্থান নেয় তারা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন, সিনিয়র সহ সভাপতি ফকরুল ইসলাম ফেরদৌস, সাধারণ সম্পাদক আবদুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান পলাশ, সংগঠনিক সম্পাদক মনির হাসান। অপর দিকে পদবঞ্চিত বিদ্রোহী গ্রুপের নেতা তরিকুল ইসলাম কায়েদ মোবাইল ফোনে দাবি করেন, তারা ফের জেলা যুবদল অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন। তারাও মাঠে শক্ত অবস্থানে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কায়েদ গ্রুপের ২ কর্মী গিয়ে তালা মেরে চলে যায়। এছাড়া বিএনপি অফিসে এখনও তালা রয়েছে।
×