ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশাল সিটিতে ভোটার বেড়েছে ৩০ হাজার

প্রকাশিত: ০৪:২৮, ৬ জুন ২০১৮

বরিশাল সিটিতে ভোটার বেড়েছে ৩০ হাজার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ব্যতীত অন্য কোন প্রার্থীকে মাঠে পাওয়া যায়নি। জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাত জানান, মেয়র পদে দলীয়ভাবে কেন্দ্র থেকে এখন পর্যন্ত চূড়ান্তভাবে কারও নাম ঘোষণা করা না হলেও দলের তৃণমূল থেকে শুরু করে মহানগরীর ৩০টি ওয়ার্ডের অধিকাংশ সাধারণ ভোটাররা নৌকার কা-ারি হিসেবে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন একেকটি ওয়ার্ডে ইফতার মাহফিলের মাধ্যমে সাদিক আব্দুল্লাহর পক্ষে নির্বাচনী চালাচ্ছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সূত্রমতে, সাদিক আব্দুল্লাহ ব্যতীত আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে অন্য দুইজনের নাম শোনা গেলেও নির্বাচনী এলাকায় তাদের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। মাঠে নামার প্রস্তুতি নিয়েছেন জাতীয় পার্টি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বামপন্থী দলসহ স্বতন্ত্র প্রার্থীরা। বিএনপির নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের পর বিএনপি তাদের দলীয় প্রার্থী ঘোষণা করে মাঠে নামবেন। এর পূর্বে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের কোথাও প্রচারে দেখা যায়নি। মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল বলেন, আওয়ামী লীগের সভায় সিটি নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী হিসেবে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নাম চূড়ান্ত করে দীর্ঘদিন আগে কেন্দ্রের কাছে মনোনয়ন চাওয়া হয়েছে। সেই থেকে পুরো নগরীতে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর জয়-জয়কার শুরু হয়েছে। নগরীর আওতাধীন দলের সকল সংগঠনের সবকটি ইউনিটসহ সর্বস্তরের ভোটাররা সাদিক আব্দুল্লাহকে ভরসার শেষ ঠিকানা হিসেবে আপন করে নিয়েছে। সেখানে সাদিক আব্দুল্লাহ ব্যতীত অন্য কাউকে কেন্দ্র থেকে মনোনয়ন দেয়া হলে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের বিজয় অসম্ভব হয়ে পড়বে। খসড়া ভোটার তালিকা প্রকাশ ॥ খসড়া ভোটার এবং ভোট কেন্দ্র ও কক্ষের তালিকা প্রকাশ করেছে নির্বাচন অফিস। মঙ্গলবার সকালে জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন খানের দেয়া তথ্যে জানা গেছে। নগরীর ৩০টি সাধারণ এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ২০১৮ সালের ৩১ জানুয়ারির সবশেষ হালনাগাদ করা ভোটার ২ লাখ ৪১ হাজার ৯৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৩৩২ জন এবং নারী ভোটার ১ লাখ ২০ হাজার ৬২৭ জন। খসড়া তালিকায় নগরীর মধ্যে ১২৭টি ভোট কেন্দ্র প্রস্তাব করা হয়েছে। ভোট কক্ষের সংখ্যা ৭৫৮টি।
×