ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোপালপুরে চার গ্রামের মানুষ অন্ধকারে

প্রকাশিত: ০৪:২৮, ৬ জুন ২০১৮

গোপালপুরে চার গ্রামের মানুষ অন্ধকারে

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৫ জুন ॥ ভূঞাপুর পিডিবির সাব- স্টেশনের আওতাধীন গোপালপুর উপজেলার চারটি গ্রামে প্রায় মাসখানেক ধরে বিদ্যুত সংযোগ বন্ধ রয়েছে। দিন-রাতে বিদ্যুত না পেয়ে চরম ভোগান্তিতে পড়ছে এসব এলাকার সাধারণ মানুষ। রোজায় ভোগান্তি বাড়িয়েছে আরও দ্বিগুণ। গ্রামগুলো হলো- উপজেলার দৌলতপুর, আলমনগর, মনতলা ও বড়ভিটা। স্থানীয়দের অভিযোগ উপ-সহকারী প্রকৌশলী পূর্ণ চন্দ্র পালসহ অফিসের কর্মকর্তাদের ঘুষ না দেয়ায় অন্ধকারেই থাকতে হচ্ছে তাদের। জানা গেছে, ভূঞাপুর পিডিবির সাব-স্টেশনের অধীনে পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার দৌলতপুর, আলমনগর, মনতলা ও বড়ভিটার চারটি গ্রামে ট্রান্সফরমার অচল হয়ে পড়ে থাকায় অন্ধকারে রয়েছে এ চার গ্রামের সাধারণ মানুষ। এই ট্রান্সফরমারের অধীনে চার গ্রামের ২ শতাধিক গ্রাহক রয়েছে। নষ্ট হয়ে পড়ে থাকা ট্রান্সফরমারটি মেরামতের জন্য বারবার ভূঞাপুর বিদ্যুত অফিসে যোগাযোগ করা হয়।
×