ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মহিলা এশিয়া কাপ টি২০

পাকিস্তানের বিপক্ষে অবিস্মরণীয় জয় সালমাদের

প্রকাশিত: ০৭:৩০, ৫ জুন ২০১৮

পাকিস্তানের বিপক্ষে অবিস্মরণীয় জয় সালমাদের

স্পোর্টস রিপোর্টার ॥ দুই বছর আগেও শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দলের বিপক্ষে জয় তুলে নেয়া স্বাভাবিক ঘটনা ছিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের জন্য। কিন্তু সেই লঙ্কানদের কাছে এখন বিন্দুমাত্র প্রতিদ্বন্দ্বিতাও করতে পারে না বাংলাদেশের মেয়েরা। মালয়েশিয়ায় চলমান মহিলা এশিয়া কাপ টি২০ আসরের প্রথম ম্যাচে লজ্জাজনক খেলা উপহার দিয়ে ৬ উইকেটে হেরেছিল সালমা খাতুনের দল। সেই দলটি এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচেই চমক উপহার দিয়েছে। সোমবার শক্তিশালী পাকিস্তান মহিলা ক্রিকেট দলকে ৭ উইকেটে বিধ্বস্ত করে অবিস্মরণীয় এক জয় তুলে নিয়েছে। এটি পাক মেয়েদের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের প্রথম জয়। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৯৫ রান তুলেছিল পাক মেয়েরা। জবাবে ১৩ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে সালমারা। ফাহিমা খাতুনের অলরাউন্ড নৈপুণ্যে এ জয় পায় বাংলাদেশ। তিনি ম্যাচসেরা হয়েছেন। প্রথম ম্যাচে মাত্র ৬৩ রানে গুটিয়ে গিয়ে টানা ব্যাটিং ব্যর্থতার আরেকটি নজির দেখিয়েছিল বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। সম্প্রতিই দক্ষিণ আফ্রিকা সফরে লজ্জাজনক ব্যাটিংয়ের বেহাল চিত্র দেখিয়ে আসা দলটি সেই বৃত্ত থেকে বের হতে পারেনি। লঙ্কান মেয়েদের বিপক্ষেও একই নৈপুণ্য দেখিয়ে ৬ উইকেটের বড় পরাজয় বরণ করে এশিয়া কাপে যাত্রা শুরু করে। সোমবার ছিল পাকিস্তান মহিলা ক্রিকেট দলের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াই। তাদের বিপক্ষে কখনও জিততে পারেনি বাংলাদেশের মেয়েরা। কুয়ালালামপুরের কিনরারা ওভালে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশী বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ৯৫ রান করতে সক্ষম হয় পাক মেয়েরা। জাভেরিয়া খান ১৮ রান করে যখন সাজঘরে ফিরেছিলেন তখন পাক মেয়েদের সংগ্রহ ৪ উইকেটে ৫৩। কায়নাত ইমতিয়াজও ৩ রানে ফিরে গেলে ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে পাক মেয়েরা। তবে নিদা দার ও সানা মির ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন থেকে ৩৮ রানের জুটি গড়েন। তারা রানের গতি বাড়াতে পারেননি বাংলাদেশী স্পিনারদের মারাত্মক বোলিংয়ে। সানা সর্বোচ্চ ২১ রান করে অপরাজিত থাকেন ২৩ বলে ২ চারের সাহায্যে। হার না মানা ১৭ রান করা নিদা খেলেছেন ১৮ বল। ৪ ওভারে ২৩ রান খরচায় ২ উইকেট নেন নাহিদা আক্তার, ২ ওভারে ৬ রানে ১ উইকেট রুমানা আহমেদের এবং ৪ ওভারে ১৮ রান খরচায় ১ উইকেট নেন ফাহিমা খাতুন। অফস্পিনার খাদিজাতুল কুবরা উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে তার স্পেল শেষ করেন। আর অধিনায়ক সালমা ২৫ রানে নেন ১ উইকেট। রান তাড়া করতে নেমে উইকেটরক্ষক ব্যাটসম্যান শামীমা সুলতানার ব্যাটে ভালো সূচনা পায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন শামীমা। তিনি ৩৩ বলে ৩ চার হাঁকিয়ে এ রান সংগ্রহ করেন। তবে অপর ওপেনার আয়েশা রহমান শুকতারা আবারও ব্যর্থ হন ৫ রানে সাজঘরে ফিরে। কিন্তু তৃতীয় উইকেট জুটিতে নিগার সুলতানা এবং শামীমা যোগ করেন ৩৬ রান। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৩৫ রান যোগ করে ম্যাচ শেষ করে ফেরেন নিগার সুলতানা এবং ফাহিমা। নিগার ৩৫ বলে ৩ চারে ৩১ এবং ফাহিমা ১৯ বলে ১ চারে ২৩ রান করে অপরাজিত থাকেন। পাক মেয়েদের পক্ষে দারুণ বোলিং করে ৪ ওভারে ৯ রানে ১ উইকেট নেন আনাম আমিন। কিন্তু ৩ উইকেট হারিয়ে ১৭.৫ ওভারেই ৯৬ রান তুলে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশের মেয়েরা। বুধবার নিজেদের তৃতীয় ম্যাচে এশিয়া কাপের সব আসরে চ্যাম্পিয়ন শক্তিশালী ভারতীয় মহিলা দলের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ দল। স্কোর ॥ পাকিস্তান মহিলা দল ইনিংস- ৯৫/৫; ২০ ওভার (সানা ২১*, জাভেরিয়া ১৮, নিদা ১৭*; নাহিদা ২/২৩, রুমানা ১/৬, ফাহিমা ১/১৮)। বাংলাদেশ মহিলা দল ইনিংস- ৯৬/৩; ১৭.৫ ওভার (শামীমা ৩১, নিগার ৩১*, ফাহিমা ২৩; আনাম ১/৯)। ফল ॥ বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ ফাহিমা খাতুন (বাংলাদেশ মহিলা ক্রিকেট দল)।
×