ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরে দাঁড়ালেন সেরেনা, ওজনিয়াকির বিদায়

ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে শারাপোভা-হ্যালেপ

প্রকাশিত: ০৭:২৯, ৫ জুন ২০১৮

ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে শারাপোভা-হ্যালেপ

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ পর্ব থেকে সরে দাঁড়ালেন সেরেনা উইলিয়ামস। সোমবার মারিয়া শারাপোভার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ করেই এই সিদ্ধান্ত নেন আমেরিকান টেনিসের এই জীবন্ত কিংবদন্তি। মূলত ইনজুরির কারণেই এই সিদ্ধান্ত নেন তিনি। তার এই চোট সার্ভ করার ক্ষেত্রে বাধার সৃষ্টি করছিল। যে কারণেই নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন সেরেনা। শুধু তাই নয়, এই চোটের কারণে উইম্বলডনেও খেলতে পারবেন কীনা তা নিয়ে সংশয় রয়েছে ২৩ গ্র্যান্ডস্লামজয়ী সেরেনা উইলিয়ামসের। সেরেনা নাম প্রত্যাহার করে নেয়ার ফলে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন মারিয়া শারাপোভা। জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন সিমোনা হ্যালেপও। দুর্দান্ত খেলেই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের টিকেট কেটেছেন তিনি। সোমবার ফ্রেঞ্চ ওপেনের শেষ ষোলোতে রোমানিয়ার এই টেনিস তারকা ৬-২ এবং ৬-১ গেমে পরাজিত করেন বেলজিয়ামের এলিস মার্টেন্সকে। তবে হ্যালেপের জয়ের দিনে সমর্থকদের হতাশ করেছেন ক্যারোলিন ওজনিয়াকি। ড্যানিশ টেনিস তারকাকে পরাজিত করে ফরাসী ওপেনের শেষ আটে জায়গা করে নিয়েছেন রাশিয়ান টেনিস তারকা দারিয়া কাসাতকিনা। চতুর্থ পর্বে কঠিন লড়াইয়ের পর দারিয়া কাসাতকিনা ৭-৬ (৭-৫) এবং ৬-৩ গেমে পরাজিত করেন অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপাজয়ী ক্যারোলিন ওজনিয়াকিকে। গত কয়েক বছর ধরেই টেনিস কোর্টের আলোচিত নাম ক্যারোলিন ওজনিয়াকি। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না ড্যানিশ এই টেনিস তারকা। অবশেষে চলতি মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনেই স্বপ্ন পূরণ হয় তার। রোমানিয়ার সিমোনা হ্যালেপকে পরাজিত করে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের স্বাদ পান তিনি। কিন্তু মেলবোর্নের সেই টুর্নামেন্ট জয়ের পরের সময়টাতে অবশ্য নিজেকে মেলে ধরতে পারছিলেন না ওজনিয়াকি। সোমবার সমর্থকদের হতাশ করেছেন ফ্রেঞ্চ ওপেনেও। রাশিয়ার দারিয়া কাসাতকিনার কাছে হেরে রোঁলা গ্যারোর শেষ ষোলো থেকেই বিদায় নিলেন তিনি। এমন বিদায়ে চরম হতাশ বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। তবে দ্বিতীয় বাছাই ওজনিয়াকির বিপক্ষে জিতে দারুণ রোমাঞ্চিত রাশিয়ান খেলোয়াড় কাসাতকিনা। এদিকে, দুর্দান্ত খেলছেন সিমোনা হ্যালেপ। বেলজিয়ামের এলিস মার্টেন্সকে পরাজিত করে শেষ আটের টিকেট নিশ্চিত করেন তিনি। রোমানিয়ান তারকা এদিন প্রতিপক্ষকে হারাতে সময় নেন মাত্র ৫৯ মিনিট। গত অর্ধযুগ ধরে টেনিস কোর্টে আলো ছড়াচ্ছেন সিমোনা হ্যালেপও। কিন্তু দুর্ভাগ্য তার। এখন পর্যন্ত মেজর কোন শিরোপা জয়ের স্বাদ পাননি তিনি। চলতি মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনেও ফাইনাল খেলেছিলেন হ্যালেপ। শেষ পর্যন্ত ওজনিয়াকির কাছে হেরে স্বপ্ন ভঙ্গের বেদনায় ডুবেন তিনি। এছাড়া রোঁলা গ্যাঁরোতেও দুইবার ফাইনাল খেলেন হ্যালেপ। ২০১৪ সালে প্রথমবার ফাইনালে উঠার পর ২০১৭ সালে দ্বিতীয়বারের মতো ফরাসী ওপেনের শিরোপা জয়ের খুব দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু দুবারই শিরোপা হারানোর বেদনা নিয়ে কোর্ট ছাড়তে হয় তাকে। তবে এবার শিরোপা জয়ের পথেই হাঁটছেন হ্যালেপ। ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সিমোনা হ্যালেপ বলেন, ‘শুরুতে কিছুটা বিচলিত ছিলাম আমি কিন্তু সেটা কাটিয়ে উঠতে খুব বেশি সময় লাগেনি আমার। বলতে পারেন রোঁলা গ্যাঁরোতে সেরা ম্যাচ খেললাম আমার।
×