ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে স্পেনকে রুখে দিল সুইজারল্যান্ড, ব্রাজিল ২-০ ক্রোয়েশিয়া

ফিরেই গোল করে চমক নেইমারের

প্রকাশিত: ০৭:২৮, ৫ জুন ২০১৮

ফিরেই গোল করে চমক নেইমারের

স্পোর্টস রিপোর্টার ॥ তিন মাস মাঠের বাইরে থাকার পর রবিবার প্রথম মাঠে নামেন নেইমার। ফিরেই নিজের জাত চেনান প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) এই ব্রাজিলিয়ান সুপারস্টার। ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেই দারুণ এক গোল করেন নেইমার। দলও পায় ২-০ গোলের অনায়াস জয়। ব্রাজিলের হয়ে বাকি গোলটি করেন রবার্তো ফিরমিনো। ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচটি শুরু হওয়ার আগ পর্যন্ত সমর্থকদের মনে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল, খেলবেন তো নেইমার? শুরুর একাদশে না থাকলেও শেষ অবধি মাঠে নেমেছেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। মাঠে নামতেই যেন সেই চেনা নেইমার। প্রীতি ম্যাচ বলেই নেইমারকে শুরুর একাদশে রেখে ঝুঁকি নিতে চাননি কোচ তিতে। অবশ্য নেইমারবিহীন ব্রাজিল প্রথমার্ধে কিছুটা এলোমেলো খেলাই উপহার দিচ্ছিল। নিজেদের পায়ে বল রাখতেই হিমশিম খেতে হয়েছে সেলেসাওদের। পক্ষান্তরে ক্রোয়েশিয়া খেলেছে ছান্দসিক খেলা। যদিও গোলের দেখা পায়নি কোন দলই। দ্বিতীয়ার্ধের শুরুতে ফার্নান্দিনহোর বদলি হিসেবে নেইমার নামতেই ব্রাজিলের খেলার ধরন পাল্টে যায়। অবশ্য তিন মাস পর চোট কাটিয়ে ফেরা নেইমার শুরুতে কিছুটা অস্বস্তিতেই ছিলেন। তবে সময় গড়াতেই সেই অস্বস্তি কাটিয়ে স্বরূপে ধরা দেন পিএসজির এই তারকা ফুটবলার। ম্যাচের ৬৯ মিনিটে দেখা যায় নেইমারের পায়ের জাদু। উইলিয়ানের পাস থেকে বল পেয়ে ক্রোয়েশিয়ার তিন ডিফেন্ডারকে বোকা বানিয়ে পেনাল্টি বক্সের বাইরে থেকে দর্শনীয় এক শটে জাল খুঁজে নেন নেইমার। সেই সঙ্গে তাকে ঘিরে সেলেসাওদের বিশ্বকাপ স্বপ্নের পালে দিলেন জোর হাওয়া। ম্যাচের শেষ মিনিটে ক্যাসিমারোর পাসে ক্রোয়েশিয়ার গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল জেসুসের বদলি হিসেবে নামা ফিরমিনো। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে প্রস্তুতি পর্বটা বেশ ভালভাবেই সারল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে তার প্রশংসায় পঞ্চমুখ ব্রাজিলের অভিজ্ঞ কোচ তিতে। শুধু তাই নয়, নেইমারের ওপর যেন বিশ্বকাপের আগে প্রত্যাশার চাপ বাড়ানো না হয় সে বিষয়েও অনুরোধ করেছেন তিনি। সংবাদ সম্মেলনে তিতে বলেন, ‘প্রত্যাশার চেয়েও বেশি ভাল করে ফিরেছে সে আজ। আমি যেমনটা আশা করেছিলাম তার চেয়েও অনেক ভাল করেছে সে। যদিওবা সে এখনও ফিট হওয়ার প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। তবে সেরা ফর্মে ফেরার আগে উত্থান-পতন দেখা যাবে তার। সেরা ফর্মে ফিরতে তার আরও তিন-চার ম্যাচ লাগতে পারে। কিন্তু অনুগ্রহপূর্বক সে আজ যা করেছে তার চেয়ে বেশি প্রত্যাশার চাপ তৈরি করবেন না।’ আগামী ১৪ জুন পর্দা উঠবে রাশিয়া বিশ্বকাপের। স্বপ্নের বিশ্বকাপে এবার ফেবারিটের তকমাটা গায়ে মাখানো ব্রাজিলের। ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ‘ই’ গ্রুপে সেলেসাওদের বাকি দুই প্রতিপক্ষ কোস্টারিকা ও সার্বিয়া। তবে রাশিয়া যাত্রার আগে আরও একটি ম্যাচে খেলার সুযোগ পাবেন নেইমার। ১০ জুন অস্ট্রিয়ার বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে তিতের শিষ্যরা। এদিকে, রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ড্র করেছে স্পেন। রিকার্ডো রড্রিগুয়েজ সুইসদের পক্ষে ৬২ মিনিটে সমতা ফেরালে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। রিয়াল সোসিয়েদাদের রাইট-ব্যাক আলভারো ওডরিজোলা ২৯ মিনিটে ভলির সাহায্যে গোল করে স্পেনকে এগিয়ে দেন। স্পেনের হয়ে এটি তার তৃতীয় আন্তর্জাতিক ম্যাচ। বিরতির ঠিক আগে পোস্টের একেবারে সামনে থেকে আন্দ্রেস ইনিয়েস্তার শট রুখে দেন সুইস গোলরক্ষক ইয়ান সোমের। দ্বিতীয়ার্ধের শুরুতেও ইনিয়েস্তার আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হয়। কিছুক্ষণ পরে বদলি খেলোয়াড় হিসেবে ডাগআউটে ফিরে আসার সময় সমর্থকদের কাছ থেকে উষ্ণ অভিবাদন পেয়েছেন অভিজ্ঞ এই মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধের শুরুতে কোচ ভøাদিমির পেটকোভিচকে সমতা উপহার দেন এসি মিলান ডিফেন্ডার রড্রিগুয়েজ। অবশ্য এই গোলের পিছনে স্প্যানিশ গোলরক্ষক ডেভিড ডি গিয়ার ভুলকেই দায়ী করা হয়েছে। এই ড্রয়ের মাধ্যমে টানা ১৯ ম্যাচ কোচ জুলেন লোপেতেগুয়ের অধীনে স্প্যানিশরা অপরাজিত থাকার রেকর্ড গড়েছে। ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন আগামী শনিবার শেষ প্রস্তুতি ম্যাচে তিউনিশিয়ার মোকাবেলা করবে। ১৫ জুন পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে স্প্যানিশদের বিশ্বকাপ মাঠে গড়াবে। ২০ জুন গ্রুপ-বি’র অপর ম্যাচে কাজানে ইরান ও পাঁচদিন পরে কালিনিনগ্রাডে মরক্কোর মুখোমুখি হবে স্পেন। রাশিয়া যাওয়ার আগে আগামী শুক্রবার লুগানোতে জাপানের মোকাবেলা করবে সুইজারল্যান্ড।
×