ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টি২০তে হারিস সোহেল

প্রকাশিত: ০৭:২৭, ৫ জুন ২০১৮

টি২০তে হারিস সোহেল

স্পোর্টস রিপোর্টার ॥ বাবর আজম ইনজুরিতে পড়ায় পাকিস্তান টি২০ দলে জায়গা করে নিলেন হারিস সোহেল। ইংল্যান্ডের বিপক্ষে দারুণ একটি টেস্ট সিরিজ কাটানো পুরস্কার পেলেন। স্কটল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টি২০ সিরিজের ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বাঁ-হাতের কনুইয়ের নিচের দিকে আঘাত পান আজম। গার্ড পরে না নামায় বেন স্টোকসের ডেলিভারিটি বেশ জোড়েই আঘাত আনে পাকিস্তানী ব্যাটসম্যানের হাতে। সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়তে হয় তাকে। ৬৮ রান নিয়ে তখন ব্যাট করছিলেন। এরপর সিরিজের দ্বিতীয় টেস্টেও খেলতে পারেননি বাবর। খেলতে পারবেন না স্কটিশদের বিপক্ষে টি২০তেও। তার জায়গায় হারিস সোহেলের নাম প্রস্তাব করেন অধিনায়ক সরফরাজ আহমেদ এবং কোচ মিকি আর্থার। দেশের হয়ে ৭ টি২০ হারিস ১৮.৫০ গড়ে করেছেন ৭৪ রান। ১২ এবং ১৩ জুন স্কটল্যান্ডের এডিনবার্গে দুটি টি২০ খেলবে সফরকারী পাকিস্তান। এছাড়া পুরো স্কোয়াড অপরিবর্তিত রয়েছে। পাকিস্তান টি২০ দল ॥ সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, আহমেদ শেহজাদ, হারিস সোহেল, শোয়েব মালিক, আসিফ আলী, হোসেন তালাত, ফাহিম আশরাফ, শাদাব খাব, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ আমির, হাসান আলী, রাহাত আলী, উসমান শেনওয়ারি, শাহেন শাহ আফ্রিদি।
×