ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উমতিতির সঙ্গে বার্সার নতুন চুক্তি

প্রকাশিত: ০৭:২৬, ৫ জুন ২০১৮

উমতিতির সঙ্গে বার্সার নতুন চুক্তি

স্পোর্টস রিপোর্টার ॥ স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনার সঙ্গে নতুন করে চুক্তিস্বাক্ষর করেছেন স্যামুয়েল উমতিতি। এর ফলে ২০২৩ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পেই থাকছেন তরুণ প্রতিভাবান এই ডিফেন্ডার। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর মাধ্যমে উমতিতির ক্লাব ছাড়ার গুজবেরও অবসান হলো। সোমবার উমতিতির সঙ্গে বার্সিলোনার নতুন করে পাঁচ বছরের চুক্তি হয়। এরপরই এক সংবাদ সম্মেলনে বার্সার পক্ষ থেকে উমতিতির চুক্তির মেয়াদ বৃদ্ধির ঘোষণা দেয়া হয়। যদিও উমতিতির চুক্তি নবায়নের নতুন শর্তাবলী প্রকাশ করেনি কাতালান জায়ান্টরা। পূর্ববর্তী চুক্তি অনুযায়ী ফ্রেঞ্চ এই ডিফেন্ডারের রিলিজ ক্লজ ছিল ৬০ মিলিয়ন ইউরো। এই রিলিজ ক্লজের শর্ত পূরণে প্রিমিয়ার লীগের দুই জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি উভয়ই রাজি থাকলেও বার্সিলোনা এই তারকা সেন্টার ব্যাককে ছাড়তে চায়নি। ২০১৬ সালে লিঁও থেকে বার্সিলোনায় যোগ দেন উমতিতি। ২০১৭-১৮ মৌসুমে বার্সার লীগ শিরোপা জয়ে দলের রক্ষণভাগে তার অসাধারণ ভূমিকা ছিল। ন্যু ক্যাম্পে নিজের ভবিষ্যতের গ্যারান্টি হয়ে যাওয়ায় ২৪ বছর বয়সী এই ডিফেন্ডার এখন বিশ্বকাপে ফ্রান্সের হয়ে নিশ্চিন্ত মনেই খেলতে পারবেন। উমতিতি অবশ্য শুরু থেকেই বার্সিলোনায় থেকে যাবার আগ্রহ প্রকাশ করে আসছিলেন। এক্ষেত্রে অবশ্য ক্লাব সভাপতি জোসেপ বার্তোমেইর সহযোগিতা পেয়েছেন তিনি।
×