ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে খেলতে আশাবাদী সালাহ

প্রকাশিত: ০৭:২৬, ৫ জুন ২০১৮

বিশ্বকাপে খেলতে আশাবাদী সালাহ

স্পোর্টস রিপোর্টার ॥ আর মাত্র ৯ দিন বাকি। মোহাম্মদ সালাহর অবস্থা এখন কেমন? ফুটবলপ্রেমীদের অনেকেই এমন প্রশ্নের উত্তর জানতে মুখিয়ে রয়েছেন। তাদের জন্য সুখবর দিয়েছেন লিভারপুলের এই মিসরীয় ফরোয়ার্ড। রবিবার সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম টুইটারে একটি ছবি পোস্ট করেছেন সালাহ। সেই ছবির ক্যাপশানে সালাহ লিখেছেন, ‘এখন খুব ভাল অনুভব করছি।’ সেই ছবিতে দেখা যায়, সালাহ শারীরিক কসরৎ করছেন যে হাতে ব্যথা পেয়েছিলেন সেই হাত দিয়ে। এমন ছবি দেখার পর ভক্ত-অনুরাগীদের প্রত্যাশাও বেড়েছে আরও। বিশ্বকাপের আগে গত শুক্রবার প্রস্তুতি ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল মিসর। সেই ম্যাচে ড্র করেছে সালাহবিহীন মিসর। ড্রয়ের পর নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট প্রকাশ করেছিলেন সালাহদের কোচ। তবে সেই ম্যাচের শেষে কোচ জানান তিনি সালাহর দিকেই তাকিয়ে রয়েছেন। এ প্রসঙ্গে হেক্টর কুপার বলেন, ‘আগের তুলনায় সালাহ এখন অনেকটাই ফিট। আমরা ওর দিকে তাকিয়ে রয়েছি। ওর বিকল্প পাওয়াটা মোটেও সহজ কথা না।’ ইউক্রেনের কিয়েভে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিল লিভারপুল। সেই ম্যাচের প্রথমার্ধেই রিয়ালের স্প্যানিশ ডিফেন্ডার সার্জি রামোসের বাজে ট্যাকলে আহত হন সালাহ। এরপরই মাঠ থেকে কেঁদে কেঁদে বেরিয়ে যান লিভারপুলের এই মিসরীয় ফরোয়ার্ড। শুরুতে তার বিশ্বকাপে খেলা নিয়েই দেখা দেয় সংশয়। তবে সালাহকে নিয়ে ক্রমেই আশা বাড়ছে তার ভক্ত-অনুরাগীদের।
×