ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আকরামকে ছাড়িয়ে স্টুয়ার্ট ব্রড

প্রকাশিত: ০৭:২৫, ৫ জুন ২০১৮

আকরামকে ছাড়িয়ে স্টুয়ার্ট ব্রড

স্পোর্টস রিপোর্টার ॥ লর্ডসে হারের বদলটা কী দারুণভাবেই না নিল ইংল্যান্ড। মাত্র সাড়ে তিন দিনেই হেডিংলি টেস্টে ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে ইনিংস ও ৫৫ রানের বড় ব্যবধানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-১এ সমতায় শেষ করল জো রুটের দল। সফরকারী ব্যাটসম্যানরা ইংলিশ বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি। ১৭৪ ও ১৩৪Ñএ অলআউট সরফরাজ আহমেদের দল। একমাত্র ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ৩৬৩/১০। অপরাজিত ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়ে ম্যাচসেরা হয়েছেন দীর্ঘদিন পর সাদা পোশাকে ফেরা জস বাটলার। মোট ৬ উইকেট নিয়ে ধ্বংসযজ্ঞে নেতৃত্ব দিয়েছেন স্টুয়ার্ট ব্রড। প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েই নিয়ে ওয়াসিম আকরামের (৪১৪) পাশে বসেছিলেন। দ্বিতীয় ইনিংসে আরও ৩ শিকারের পথে পাকিস্তানী কিংবদন্তিকে ছাড়িয়ে গেছেন তিনি। ১১৮ টেস্টে ইংলিশ পেসারের উইকেট এখন ৪১৭টি। ১০৪ টেস্টের ক্যারিয়ারে ৪১৪ উইকেট নিয়েছিলেন ওয়াসিম আকরাম। তাকে ছাড়িয়ে যেতে ১৪টি ম্যাচ বেশি খেলতে হলো ব্রডের। ১১৮ টেস্টের ক্যারিয়ারে এখনও পর্যন্ত ১৬ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ব্রড এবং ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ২ বার। আর মাত্র ৭ উইকেট পেলে রঙ্গনা হেরাথ, হরভজন সিং, ডেল স্টেইন এবং শন পোলককে পেছনে ফেলে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ৯ নম্বরে উঠে আসবেন ব্রড। ৮০০ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসের সেরা বোলর লঙ্কান লিজেন্ড স্পিনার মুত্তিয়া মুরলিধরন। পেসারদের মধ্যে সবার ওপরে সাবেক অসি তারকা গ্লেন ম্যাকগ্রা (৫৬৩)। চার নম্বরে ব্রড সতীর্থ জেমস এ্যান্ডারসন (৫৪০)। পেস-স্পিন মিলিয়ে তালিকায় সর্বোপরি ১১তম স্থানে ব্রড। প্রথম ইনিংসে ১৮৯ রানে পিছিয়ে থাকা পাকিস্তান রবিবার দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৩৪ রানেই। ইংল্যান্ড প্রথম ইনিংসের লিড দু’শ’র কাছাকাছি নিতে পারে জস বাটলারের ব্যাটে। লোয়ার অর্ডারদের নিয়ে দুর্দান্ত খেলে লিড বাড়ান বাটলার। বাটলার দিন শুরু করেছিলেন ৩৪ রান নিয়ে। এদিন ওয়ানডের গতিতে খেলে অপরাজিত থাকেন ৮০ রানে। ১১টি চারের পাশে মারেন দুটি ছক্কা। ইংল্যান্ড পায় ১৮৯ রানের লিড। বড় লিডে উজ্জীবিত ইংলিশ বোলাররা শুরু থেকেই বিপাকে ফেলে দেয় পাকিস্তানকে। নতুন বলে জেমস এ্যান্ডারসন ফেরান আজহার আলি ও হারিস সোহেলকে। স্টুয়ার্ট ব্রডের শিকার চারে নামা আসাদ শফিক। ৪২ রানে ৩ উইকেট হারানো পাকিস্তানের হয়ে চতুর্থ উইকেটে ৪২ রানের জুটি গড়েন ইমাম-উল-হক ও উসমান সালাউদ্দিন। ব্যাট হাতে নজরকাড়া ডমিনিক বেস তার বোলিং সামর্থ্য জানান দেন তখনই। নিজের প্রথম ওভারেই ফেরান ইমামকে। পাকিস্তানী ব্যাটিং ভেঙ্গে পড়ে এরপরই। এক প্রান্তে কেবল প্রতিরোধ গড়েছিলেন অভিষিক্ত সালাউদ্দিন। ৩৩ রানে তাকেও ফেরান অফ স্পিনার বেস। ৪৬ ওভারেই ১৩৪ রানে অলআউট পাকিস্তান।
×