ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রশিদ খানের নতুন রেকর্ড

প্রকাশিত: ০৭:২৪, ৫ জুন ২০১৮

রশিদ খানের নতুন রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ গত মার্চে জিম্বাবুইয়ের মাটিতে বিশ্বকাপ বাছাই টুর্নামেন্টের ফাইনালে পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দেয়ার দিনেই ওয়ানডেতে দ্রুত ১০০ উইকেট শিকারের রেকর্ড গড়েছিলেন রশিদ খান। এবার আরও এক নতুন রেকর্ডে নাম লেখালেন সেনসেশনাল আফগান লেগস্পিনার। রবিবার ভারতের দেরাদুনে তিন ম্যাচ সিরিজের প্রথম টি২০তে বাংলাদেশকে হারানোর ম্যাচে ক্রিকেটের ছোট্ট ফরমেটে উইকেটের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন দুরন্ত-দুর্বার রশিদ। ৩ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। সময়ের বিবেচনায় (২ বছর ২২০ দিন) টি২০তে দ্রুততম ৫০ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন ১৯ বছর বয়সী এ স্পিনার। আর ম্যাচ খেলার বিবেচনায় (৩১তম টি২০) যা দ্বিতীয় দ্রুততম। সময়ের হিসেবে রশিদ খানের আগে দ্রুততম ৫০ উইকেট নেয়ার কীর্তি গড়েছিলেন পাকিস্তান অফস্পিনার সাঈদ আজমল (২ বছর ২৯৬ দিন)। ম্যাচ বিচেনায় ৩১ ম্যাচে মাইলফলকে পৌঁছেছেন রশিদ খান। শ্রীলঙ্কার এ্যাঞ্জেলো ম্যাথুজ মাত্র ২৬ ম্যাচে ৫০ উইকেটের মাইলফক ছুঁয়ে ছিলেন। রশিদ খানের সঙ্গে সমান ৩১ ম্যাচে ৫০ উইকেট পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরও। নিজের প্রথম ওভারের প্রথম বলেই মুশফিকুর রহীমের উইকেট নেন রশিদ খান। উইকেটের হাফ সেঞ্চুরি পূর্ণ করতে ১ উইকেট দূরে ছিলেন তিনি। মুশফিক নিজের উইকেট বিলিয়ে আসায় দ্রুতই উদযাপনে মাতেন এ স্পিনার। পরের বলে নেন সাব্বির রহমানের উইকেট। মোসাদ্দেককেও আউট করেন। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে ৩ ওভারে ১৩ রানে ৩ উইকেট নিয়ে অবধারিত ম্যাচসেরা যুদ্ধবিধ্বস্ত দেশটির সময়ের বড় তারকা। টি২০তে ৫০ উইকেট নেয়ার রেকর্ড গড়ার আগেই ওয়ানডের আরেকটি রেকর্ড ভেঙে ছিলেন রশিদ খান। ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেটের মালিক তিনি। জিম্বাবুইয়ের মাটিতে গত বিশ্বকাপ বাছাই আসরের ফাইনালে মাত্র ৪৪ ম্যাচে রেকর্ড এক শ’ উইকেট পেয়েছিলেন এ লেগ স্পিনার। ৫২ ম্যাচে ১০০ ছুঁয়ে আগের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের। ওয়ানডেতে স্টার্ক পেছনে ফেলেছিলেন সাকলায়েন মুশতাককে। সাবেক পাকিস্তানী অফ স্পিনার ১০০ উইকেট নিয়েছিলে ৫৩ ম্যাচে। নিউজিল্যান্ডের শেন বন্ড নিয়েছিলেন ৫৪ ম্যাচে। ১০০ ছোঁয়ার দিন রশিদ খানের বয়স ১৯ বছর ১৮৬ দিন। এত কম বয়সে এই মাইলফলক স্পর্শ করতে পারেননি আর কেউ। ১০০ উইকেটে দ্রুততম হলেও ৫০ উইকেটে রশিদ ছিলেন অষ্টম দ্রুততম। ১৯ ম্যাচে উইকেটের হাফ সেঞ্চুরির রেকর্ড শ্রীলঙ্কার অজান্তা মেন্ডিসের। ওয়ানডতে রশিদের ৫০ শিকারে লেগেছিল ২৬ ম্যাচ। সেখান থেকে পরের পঞ্চাশ উইকেট নিয়েছেন মাত্র ১৮ ম্যাচে। ২০১৫ সালে জিম্বাবুইয়ের বিপক্ষে বুলাওয়েতে ওয়ানডে ও টি২০ অভিষেক রশিদের। লেগ স্পিনের জাদুতে দ্রুতই ছড়াতে থাকেন আলো, করে নেন নিজের জায়গা, আলোড়ন তোলেন ক্রিকেট বিশ্বে। এখন তাকে মনে করা হয় সীমিত ওভারে সময়ের সেরা স্পিনার। এ মাসেই পরাক্রমশালী ভারতের বিপক্ষে নিজেদের ঐতিহাসিক অভিষেক টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে আফগানিস্তান। তার আগে রশীদের এই পারফর্মেন্স ব্যাপক আলোচনায়। কারণ আইপিএলে দুর্দান্ত বোলিংয়ের পর ভারতীয় সমর্থকেরা তাকে নাগরিকত্ব দিয়ে দলে ভেড়ানোর আহ্বান জানিয়েছিল! রশিদ যদিও সেটি বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন।
×