ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৮৪ শিক্ষার্থীকে সম্মাননা

প্রকাশিত: ০৭:০৪, ৫ জুন ২০১৮

৮৪ শিক্ষার্থীকে সম্মাননা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার ৮৪ জন শিক্ষার্থীকে শ্রেষ্ঠত্বের সম্মাননা ও পুরস্কার দেয়া হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট সরকারী উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার ও সম্মাননা তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শাহীন হোসেন। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য দেন, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিন হাওলাদার, সরকারী পিসি কলেজের অধ্যাপক মোঃ শাহআলম ফরাজী, অধ্যাপক ইউসুফ আলী, যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ অজয় চক্রবর্তী, সরদার শুকুর আহম্মেদ প্রমুখ। ইয়াবা দম্পতি গ্রেফতার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাঘায় ৫৭ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার চকছাতরী মহল্লায় নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুলতান হোসেন ও তার স্ত্রী গুলনাহার বেগমের নামে বাঘা থানায় ৭টি মাদকের মামলা আছে। তারা দীর্ঘদিন থেকে বাঘা উপজেলার চকছাতারী গ্রামে কখনও গোপনে আবার কখনও প্রকাশ্যে মাদকের ব্যবসা করে আসছিল।
×