ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাবিবুন নাহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

প্রকাশিত: ০৭:০৪, ৫ জুন ২০১৮

হাবিবুন নাহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ খুলনার নব নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকের ছেড়ে দেয়া বাগেরহাট-৩ (রামপাল-মংলা) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুন নাহারকে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আওয়ামী লীগের প্রার্থী হাবিবুন নাহার ছাড়া আর কেউ এই আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেননি। সোমবার বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এ সময় বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র তালুকদার আব্দুল বাকিসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেলা নির্বাচন অফিসে উপস্থিত ছিলেন। বাগেরহাট-৩ আসনের উপনির্বাচনের রির্টানিং অফিসার মোঃ নুরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। সিলেটে গৃহকর্মী ধর্ষণের শিকার স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ শহরতলির খাদিমনগর এলাকায় সোমবার সকালে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষিতা মহিলাকে ওসমানী হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ধর্ষণের শিকার ওই মহিলার বাড়ি খাদিমনগর ১নং ওয়ার্ডের চাতল গ্রামে। অভিযুক্ত ধর্ষক সিএনজিচালক আব্দুল হকের বাড়ি চাতল পূর্বপাড়া গ্রামে। মহিলা জানান, বড়গুল এলাকায় একটি বাসায় কাজ করেন তিনি। সোমবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে বেরিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় আব্দুল হক সিএনজি অটোরিক্সা নিয়ে যাচ্ছিল, তিনি সেই সিএনজিতে উঠেন। বড়গুলে যাওয়ার পথে ডলিয়া নামক স্থানে অটোরিক্সা থামিয়ে জোরপূর্বক পার্শ্বস্থ জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করেন আব্দুল হক।
×