ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হকার ও সিসিক কর্মচারী ধাওয়া পাল্টাধাওয়া

প্রকাশিত: ০৭:০২, ৫ জুন ২০১৮

হকার ও সিসিক কর্মচারী ধাওয়া পাল্টাধাওয়া

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ফুটপাথ দখল মুক্ত করতে গিয়ে ফুটপাথের হকার ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) কর্মচারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে নগর ভবনে হামলার ঘটনাও ঘটেছে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বিক্ষুব্ধ হয়ে শতাধিক হকার সিটি কর্পোরেশনে এসে ইটপাটকেল নিক্ষেপ করে। সিটি মেয়র আরিফুল হক চৌধুরী অভিযোগ করে বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে মহানগর হকার লীগ সভাপতি আব্দুর রকিবের নেতৃত্বে শতাধিক হকার সিটি কর্পোরেশনে হামলা চালায়। এ সময় মেয়র আরিফ নগর ভবনে নিজের দফতরে ছিলেন। পরিস্থিতি সামাল দিতে তিনি এ সময় বাইরে বেরিয়ে আসলে শ্রমিকরা তাকে লক্ষ্য করেও ইটপাটকেল ছুঁড়তে থাকে। জানা যায়, বন্দরবাজার এলাকায় অবৈধভাবে ফুটপাথ দখলকারী হকারদের সোমবার বিকেলে সিটি কর্পোরেশনের কর্মচারীরা ফুটপাথ দখল না করতে আহ্বান জানায়। পরে হকার্স লীগ নেতা আব্দুর রকিবের নেতৃত্বে হকারদের একটি দল নগর ভবনে যায়। সেখানে হকারদের সঙ্গে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের বাগ্বিত-া হয়। হকার্স লীগ নেতা আব্দুর রকিব অভিযোগ করেছেন, সিটি কর্পোরেশনের কর্মচারীরা তাকে মারধর করেছে। এ ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ধাওয়া দিয়ে হকারদের সুরমা পয়েন্টে নিয়ে আসে। এখানে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে সিটি মেয়র আরিফের নেতৃত্বে সিসিক কর্মকর্তা-কর্মচারীরা বন্দরবাজারে শোডাউন দেন।
×