ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কলাপাড়া পৌর কাউন্সিলরের বিরুদ্ধে মারধরের অভিযোগ

প্রকাশিত: ০৭:০১, ৫ জুন ২০১৮

কলাপাড়া পৌর কাউন্সিলরের বিরুদ্ধে মারধরের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী, ৪ জুন ॥ কলাপাড়া উপজেলা ইটভাঁটি মালিক সমিতির সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর যুবলীগ নেতা জাকি হোসেন জুকুর বিরুদ্ধে চাঁদা দাবিসহ জমি দখল এবং ব্যবসায়িক পার্টনার পায়রা ব্রিকসের ম্যানেজার শফিকুর রহমান সুমনকে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। শফিকুর রহমান সুমনের বোন দিলরুবা রহমান সোমবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, জাকির হোসেন জুকু এবং আমার ভাই সুমন নবীপুর গ্রামে তাদের জমিতে একত্রে পায়রা নামের ইটভাঁটির ব্যবসা শুরু করেন। এরপরে এক বছর হয়ে গেলেও জুকু কোন লভ্যাংশ না দিয়ে উল্টো দশ লাখ টাকা চাঁদা দাবি করে। না দেয়ায় ২৩ মে জাকি হোসেনের ক্যাডাররা সুমনের ওপর হামলা চালায় ও মারধর করে। বর্তমানে সে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। দিলরুবা আরও জানান, তাদের পৈতৃক প্রায় চার একর জমি দখল করে রেখেছে। বর্তমানে তারা জুকুসহ তার বাহিনীর লোকজনের কাছে জিম্মি হয়ে পড়েছেন। দিলরুবা জানান, বর্তমানে ইটভাঁটির ম্যানেজার মোশাররফ একজন বড় মাপের সন্ত্রাসী। তার কারণে ওই এলাকার মানুষ স্বাভাবিক চলাফেরা করে না। ভারত সফর শেষে ফিরেছে কোস্টগার্ড জাহাজ ‘তাজউদ্দিন’ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ প্রতিবেশী ভারতে শুভেচ্ছা সফর শেষে চট্টগ্রামে ফিরেছে বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ ‘তাজউদ্দিন’। সোমবার সকালে জাহাজটি বন্দরের পতেঙ্গা এলাকার ১৫ নম্বর জেটিতে নোঙ্গর করে। কোস্টগার্ডের নিয়মানুযায়ী এটিকে স্বাগত জানান সংস্থাটির পূর্বজোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম ওয়াসিম মাকসুদ। উপস্থিত ছিলেন পূর্বজোনের সিজি বেইস চট্টগ্রামের কমান্ডার এসএম মঈনউদ্দিন। জানা যায়, ২০১৫ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী প্রতিবছরই উভয় দেশের কোস্টগার্ডের জাহাজ দুদেশে শুভেচ্ছা সফরে আসা যাওয়া করছে। এ সফর দুদেশের মধ্যে সমুদ্রে অভিযান পরিচালনা, পরিবেশ দূষণ রোধে করণীয় এবং পারস্পরিক সম্প্রীতি ও সমঝোতা বৃদ্ধিতে সহায়ক হবে। গত ২২ মে জাহাজটি চট্টগ্রাম ত্যাগ করে। এতে উর্ধতন কর্মকর্তা হিসেবে ছিলেন কমোডর বশির উদ্দিন আহমেদ। জাহাজের অধিনায়ক হিসেবে ক্যাপ্টেন নাজমুল হাসানের নেতৃত্বে ১৪ কর্মকর্তা এবং ১৯৪ নাবিক ছিলেন জাহাজ তাজউদ্দিনে।
×