ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ॥ আহত ১২

প্রকাশিত: ০৬:৫৮, ৫ জুন ২০১৮

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ॥ আহত ১২

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৪ জুন ॥ এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে লোহাগড়া উপজেলার সরুশুনা গ্রামে সংঘর্ষে শিশুসহ উভয়পক্ষের ১২ জন আহত হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, সরুশুনা গ্রামের বাচ্চু শেখ ও গোলজার শেখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। রবিবার বিকেলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এরই জের ধরে সোমবার ভোরে বাচ্চু শেখের লোকজন ঢাল, সড়কি, ইটপাটকেলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষ গোলজার শেখের বাড়িতে হামলা করে। হামলায় গোলজার শেখের সমর্থক সালাউদ্দিন শেখ, অন্তর শেখ, সামাদ শেখ, রিয়াজ শেখ, মনোয়ার শেখ ও মেহেদী শেখের ৪ বছর বয়সী শিশু সোহেল আহত হয়। হামলাকালে গোলজার শেখের লোকজন খবর পেয়ে প্রতিপক্ষ বাচ্চু শেখের লোকজনকে ধাওয়া করলে সংঘর্ষ বাঁধে এবং এক পর্যায়ে বাচ্চু শেখের লোকজন পিছু হটে স্থানীয় মাঠের দিকে পালিয়ে যায়। এ সময় বাচ্চু শেখ গ্রুপের মিলন মুন্সী, মিঠু শেখ, হাছু মোল্লা, উজ্জ্বল শেখ ও ইমারন মুন্সী আহত। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।
×