ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় মৃত্যু

প্রকাশিত: ০৬:৫৮, ৫ জুন ২০১৮

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় মৃত্যু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার ভোর ৫ টার দিকে রাজশাহী মহানগরীর দড়িখরবোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সকাল সাড়ে ৭টা পর্যন্ত মরদেহ রেললাইনের পাশেই পড়ে ছিল, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পরে জিআরপি থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে রেললাইনের পাশে বসে ছিলেন প্রায় ৫০ বছর বয়সের ওই ব্যক্তি। এ সময় রাজশাহী থেকে একটি কমিউটার ট্রেন চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। এ সময় হঠাৎ রেললাইন পার হতে গিয়ে ওই ট্রেনের ধাক্কা খান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাকে শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঠাকুরগাঁও পৌরসভার বাজেট ঘোষণা নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৪ জুন ॥ নতুন কোন কর আরোপ ছাড়াই সোমবার ঠাকুরগাঁও পৌরসভার ২০১৮-১৯ অর্থবছরে ৩৪ কোটি ৫ লাখ ৭৮ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। দুপুরে ঠাকুরগাঁও পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র মির্জা ফয়সাল আমীন এ বাজেট ঘোষণা করেন । বাজেটে রাজস্ব খাতে ৭ কোটি ৫ লাখ ৭৮ হাজার টাকা ও উন্নয়ন খাতে ২৭ কোটি টাকা আয় দেখানো হয়েছে এবং উন্নয়ন ও রাজস্ব খাতে ব্যয় দেখানো হয়েছে ৩৩ কোটি ৯৬ লাখ ৮৮ হাজার টাকা। বাজেট সভায় পৌর কাউন্সিলর, সচিব ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
×