ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবশেষে মারা গেল ব্রাজিল সমর্থক রাশেদ

প্রকাশিত: ০৬:৫৭, ৫ জুন ২০১৮

অবশেষে মারা গেল ব্রাজিল সমর্থক রাশেদ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৪ জুন ॥ সখীপুরে গুরুতর আহত সেই ব্রাজিল ফুটবল দলের সমর্থক রাশেদ হাসান (১৪) অবশেষে মারা গেছে। দীর্ঘ ৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে রবিবার রাতে সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। গত ২৮ মে ব্রাজিলের পতাকা লাগাতে গিয়ে উঁচু গাছ থেকে ছিটকে পড়ে চলন্ত বাসের চাকায় পিষ্ট হয় রাশেদ হাসান (১৪)। সে প্রতিমা বংকী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র এবং ওই এলাকার কুয়েত প্রবাসী বউদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৮ মে সকালে ব্রাজিল ফুটবল দলের ভক্ত রাশেদ ও তার দুই বন্ধু মিলে ব্রাজিলের একটি পতাকা নিয়ে উপজেলার প্রতিমা বংকী বাজারে আসে। তাদের মধ্যে রাশেদ হাসান সড়কের পাশের সবচেয়ে উঁচু মেহগনি গাছে উঠে ওই পতাকা টাঙ্গাত। কিন্তু পতাকা বাঁধতে গিয়ে পা ফসকে সে নিচের সড়কের চলন্ত বাসের সামনে পড়ে যায়। এতে বাসের সামনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় রাশেদ হাসান। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার করে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সে দীর্ঘ সাতদিন চিকিৎসা নেয়। চিতলমারীতে ছয় ঘর ভস্মীভূত স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ চিতলমারীতে সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকা-ে ৬টি বসতঘর ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় নগত টাকা, স্বর্ণালঙ্কারসহ ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে ৪ জন আহত হন। দুপুর ২টার দিকে সদর বাজারে আবুতালেব শেখের ঘরে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন লাগে। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আবু তাহের শেখের বসতঘর ও মশিউর খলিফা, এশারত শেখ, আলমগীর শেখ ও তাইজুল কাজীর বসতঘরসহ ৬টি বসতঘর আগুনে ভস্মীভূত হয়। আগুন নেভাতে গিয়ে এমদাদুল হক, বিভাষ সাহা, সুমন সাহা, হাসান সরদার আহত হন।
×