ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সেবায়েত নিয়োগে হাইকোর্টের রুল

প্রকাশিত: ০৬:২৪, ৫ জুন ২০১৮

সেবায়েত নিয়োগে হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার ॥ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সেবায়েত নিয়োগ প্রশ্নে রুল জারি করেছে হাইকোর্ট। ওই পদের আবেদনকারী পল্টন কুমার দাসকে অগ্রাাধিকার ভিত্তিতে নিয়োগের নির্দেশ কেন দেয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে রুলে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি সহিদুল করিমের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ সোমবার এই রুল জারি করে। ধর্ম মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবকে তিন সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। গতবছর প্রধান সেবায়েত প্রদীপ কুমার চক্রবর্তীর মৃত্যুর পর থেকে ঢাকেশ্বরী মন্দিরের ওই পদটি শূন্য রয়েছে। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। বিদ্যুতস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার ওয়ারীর জয়কালী মন্দির এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে বাপ্পী (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃতের বাবার নাম সাহেব আলী। গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার গোপীনগর গ্রামে। মৃতের খালু দেলোয়ার হোসেন জানান, জয়কালী মন্দির সংলগ্ন তার একটি চায়ের দোকান আছে। ওই দোকানের কর্মচারী ছিল বাপ্পী। সেখানে থাকত সে। তিনি জানান, সোমবার দুপুর ১টার দিকে চায়ের দোকানের পাশের আম গাছে উঠে আম পাড়ার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে বিদ্যুতস্পৃষ্ট হয় বাপ্পী। পরে তাকে দ্রুত উদ্ধার করে বেলা ২টার দিকে ঢামেক হাসপাতালে জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×