ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদে নৌপথে নিরাপত্তা ও যাত্রীসেবা নিশ্চিতে দুদকের অভিযান

প্রকাশিত: ০৬:২৪, ৫ জুন ২০১৮

ঈদে নৌপথে নিরাপত্তা ও যাত্রীসেবা নিশ্চিতে দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ-উল-ফিতরে নৌপথে নিরাপত্তা ও যাত্রীসেবা নিশ্চিত করতে রাজধানীর সদরঘাটে বিশেষ অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। এ সময় ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে যেন অতিরিক্ত ভাড়া না নেয়া হয় এবং নৌ সেক্টরে আদায় করা রাজস্ব নিয়ে যেন কোনও দুর্নীতি না ঘটে, তা নিশ্চিত করতে সদরঘাট পোর্ট অফিসারকে কঠোর নির্দেশনা দেয়া হয়। সোমবার সংস্থাটির এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। দুদকের জনসংযোগ শাখা জনকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছে। ট্যারিফ কমিশনে আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষায় কমিটি বিশেষ প্রতিনিধি ॥ ‘বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) আইন-২০১৮’ এর খসড়া নীতিগত অনুমোদন না দিয়ে খসড়াটি পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে মন্ত্রিসভা। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
×