ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘তরুণ প্রজন্মকে তামাকে আসক্ত করতে কাজ করছে কোম্পানিগুলো’

প্রকাশিত: ০৬:২২, ৫ জুন ২০১৮

‘তরুণ প্রজন্মকে তামাকে আসক্ত করতে কাজ করছে কোম্পানিগুলো’

স্টাফ রিপোর্টার ॥ তরুণ প্রজন্মকে তামাকে আসক্ত করতে নানা প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করছে তামাক কোম্পানিগুলো। তাদের মুনাফার বলি হচ্ছে দেশের সম্ভাবনাময় তরুণরা। পাশাপাশি তামাক ও জনস্বাস্থ্য বিষয়ক নীতিতে প্রভাব বিস্তারের মাধ্যমে নীতি নির্ধারণী পর্যায়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন এবং তামাকের কর বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছে তামাক কোম্পানিগুলো। তরুণ প্রজন্মকে তামাক ব্যবহারে নিরুৎসাহিতকরণ ও জনস্বাস্থ্য উন্নয়নে এর ওপর উচ্চহারে কর আরোপ ও জনস্বাস্থ্য বিষয়ক সব নীতিতে তামাক কোম্পানির হস্তক্ষেপ বন্ধ জরুরী। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ তামাকবিরোধী জোট ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট’র আয়োজনে ‘তামাকের ওপর কর বৃদ্ধিতে তামাক কোম্পানির হস্তক্ষেপ বন্ধ করা হোক’ শীর্ষক অবস্থান কর্মসূচীতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বক্তারা এ আহ্বান জানান। জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব) প্রকল্প সমন্বয়কারী একেএম খলিল উল্লাহর সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন ডাব্লিউবিবি ট্রাস্টের কর্মসূচী ব্যবস্থাপক সৈয়দা অনন্যা রহমান, এইড ফাউন্ডেশনের সিনিয়র এ্যাডভোকেসি অফিসার কাজী মোঃ হাসিবুল হক, বাপার জাতীয় কমিটির সদস্য মোঃ নাজিমুদ্দিন, টোব্যাকো কন্ট্রোল এ্যান্ড রিসার্চ সেল এর প্রকল্প কর্মকর্তা মোঃ মহিউদ্দিন প্রমুখ। কর্মসূচী সঞ্চালনা করেন ডাব্লিউবিবি ট্রাস্টের নেটওয়ার্ক কর্মকর্তা শুভ কর্মকার। বক্তারা বলেন, তামাক কোম্পানিগুলো তামাক নিয়ন্ত্রণে প্রণীত বিভিন্ন নীতি ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন কার্যক্রম বাধাগ্রস্ত করতে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে আসছে।
×