ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিআরটিসির মতবিনিময়

ঈদের আগ পর্যন্ত সব সড়কের উন্নয়ন কাজ বন্ধ রাখার নির্দেশ

প্রকাশিত: ০৬:২১, ৫ জুন ২০১৮

ঈদের আগ পর্যন্ত সব সড়কের উন্নয়ন কাজ বন্ধ রাখার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ ঈদে একসঙ্গে লাখ লাখ লোক রাজধানী ছাড়ার কারণে ভোগান্তি হওয়াটাই স্বাভাবিক। তবে সেই ভোগান্তি যেন স্বাভাবিক মাত্রায় রাখা যায় সরকার সে চেষ্টা করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পথে যেন যাত্রীদের ভোগান্তি না হয় সেজন্য ঈদের আগ পর্যন্ত সড়কের সব ধরনের উন্নয়ন কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি। সোমবার আসন্ন ঈদে নির্বিঘœ যাত্রী সেবার প্রস্তুতি উপলক্ষে সারাদেশের বিআরটিসি বাস বিন্যাসসংক্রান্ত এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। সড়ক পরিবহন ভবনে এই মতবিনিময়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, গাজীপুরের এলেঙ্গায় নির্মাণাধীন ফ্লাইওভারের কাজ, ধানম-ি ২৭ নম্বর, শংকরসহ সারাদেশে সড়কের সব কাজ ঈদের আগ পর্যন্ত বন্ধ থাকবে। ঈদের সময় মানুষের ভোগান্তি যতটা সম্ভব সহনীয় পর্যায়ে রাখা যায় আমরা সে চেষ্টা করছি। বর্ষায় জনগণের ভোগান্তির কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিআরটিসি পরিবহন সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তা ও দেশের বিভিন্ন বাস ডিপোর ম্যানেজার ও পরিচালকরা। বিআরটিসি ডিপো পরিচালক ও ম্যানেজারদের সতর্ক করে মন্ত্রী বলেন, বাসের ফ্যান, সিট, জানালা ঠিক রাখতে হবে। গাড়ির গায়ে পোস্টার লাগানো, বাম্বার খুলে পড়ছে এগুলোর দিকেও খেয়াল রাখতে হবে। এছাড়া বিআরটিসি সংক্রান্ত বিভিন্ন অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, যেখানে সেখানে গাড়ি থামিয়ে যাত্রী উঠানো নামানো যাবে না। গত তিন বছর এই অভিযোগ পাওয়া গেছে। এবার যেন এর পুনরাবৃত্তি না হয়। কোন কোন ডিপো ম্যানেজার এগুলো করে থাকে। ডিপো ম্যানেজারদের তাদের দায়িত্ব পালনে যেন কোন গাফিলতি না হয়। এবার ঢাকা মহানগরের ছয়টি ডিপোসহ গাজীপুর ও নারায়ণগঞ্জ ডিপো থেকে বাস ছাড়বে মোট ৪৭৫টি। দেশের অন্যান্য জেলার মোট ১১টি ডিপো থেকে বিভিন্ন রুটে যাত্রীসেবার দায়িত্বে থাকবে বিআরটিসির আরও ৩৭০টি বাস। এছাড়াও ঢাকা মহানগর এলাকায় জরুরী প্রয়োজনের জন্য স্ট্যান্ডবাই থাকবে ৫৪টি বাস। আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে ‘বিআরটিসির ঈদ সেবা সার্ভিস’ শুরু হবে ১৩ জুন থেকে। চলবে ঈদের আগের দিন পর্যন্ত। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ঈদের আগাম টিকেট বিক্রি কার্যক্রম। যাত্রীসেবার মান বাড়াতে সরকার আরও বাস ও ট্রাক আমদানি করছে বলে জানান মন্ত্রী। ৪০০ বাস ও ৫০০ ট্রাক আমদানি করা হচ্ছে ভারত থেকে। যার মধ্যে রয়েছে নন এসি ও ডাবল ডেকার বাস। প্রক্রিয়াধীন রয়েছে আরও দুইশ এসি বাস। মানসম্পন্ন বাস আনতে সময় লাগছে বলেও জানান পরিবহনমন্ত্রী। বিআরটিসির পরিবহন ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি ওবায়দুল কাদের। সড়ক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আগেই জানালেন, মাদকবিরোধী চলমান অভিযান নিয়ে কথা বলবেন না তিনি। এ বিষয়ে যেন কেউ প্রশ্ন না করে। আওয়ামী লীগ নেতা বলেন, মাদকবিরোধী অভিযান ও রাজনৈতিক বিষয় নিয়ে আমি এখানে কিছু বলতে চাই না। এটা রাজনৈতিক অনুষ্ঠান নয়। এখানে যারা আছেন তারা কেউ রাজনৈতিক না। এখানে সেনাবাহিনীর লোক আছে, বিআরটিসির কর্মকর্তারা আছেন। পরিবহন নিয়ে মতবিনিময় শেষে রাজনৈতিক বিষয়ে ওবায়দুল কাদের একটি মাত্র কথাই বলেন। আদালত আওয়ামী লীগ-বিএনপির কথায় চলবে না। রায় তাদের পক্ষে গেলে আদালতের রায়, বিপক্ষে গেলে সরকারের হস্তক্ষেপ। বিএনপি বিচার ব্যবস্থায় নীতি-নৈতিকতার বিষয়ে তারা ধার ধারে না বলেও মন্তব্য করেন সড়কমন্ত্রী। ২১ জুন পর্যন্ত সড়কে কাজ নয় ॥ আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ এড়াতে রাজধানী ঢাকা ও গাজীপুরসহ অন্যান্য এলাকায় আগামী ২১ জুন পর্যন্ত রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, এখন রাজধানীতে সিটি কর্পোরেশন ও ওয়াসার অনেক কাজ চলছে। এর মধ্যে যেসব রাস্তায় খোঁড়াখুঁড়ি ও নির্মাণকাজ মানুষের ভোগান্তি সৃষ্টি করছে তা আগামী ২১ জুন পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। ইতোমধ্যে সিটি কর্পোরেশন ও ওয়াসার সঙ্গে কথা হয়েছে। আমি তাদের কাজ বন্ধ রাখার আহ্বান জানিয়েছি।
×