ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিক্ষকের ওপর হামলাকারীদের শাস্তির দাবি

প্রকাশিত: ০৪:৩৬, ৪ জুন ২০১৮

 শিক্ষকের ওপর  হামলাকারীদের শাস্তির দাবি

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ জেলার রৌমারী উপজেলায় জাদুরচর ডিগ্রী কলেজের প্রভাষক রফিকুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ, হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম ও রৌমারী শিক্ষক পরিষদের উদ্যোগে রৌমারী উপজেলা প্রশাসনের সামনে ডিসি রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেত্রীবৃন্দসহ সব শ্রেণী-পেশার মানুষ। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম সভাপতি সহকারী অধ্যাপক আব্দুস সামাদ খান, সাধারণ সম্পাদক প্রভাষক আকতার হোসেন, রৌমারী শিক্ষক পরিষদের সভাপতি প্রভাষক এরশাদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক একরামুল হক, সহ-সভাপতি প্রভাষক মাইদুল ইসলাম, রৌমারী কারিগরি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ আলী, জাদুরচর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক শাহজাহান সিরাজী প্রমুখ।
×