ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে দারিদ্র্য এবং বৈষম্য মোকাবেলা শীর্ষক সেমিনার

প্রকাশিত: ০৪:৩১, ৪ জুন ২০১৮

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে  দারিদ্র্য এবং বৈষম্য  মোকাবেলা শীর্ষক  সেমিনার

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের (এসইইউ) অর্থনীতি বিভাগ ও সাউথইস্ট বিজনেস স্কুলের যৌথ উদ্যোগে রবিবার বিশ্ববিদ্যালয়ের বনানীর সেমিনার হলে অনুষ্ঠিত হয় ‘বাজেট ২০১৮-১৯ : দারিদ্র্য এবং বৈষম্য সমস্য মোকাবেলা’ শীর্ষক সেমিনার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর অধ্যাপক ড. সালেহ উদ্দিন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. এম এ হাকিম। স্বাগত বক্তব্য রাখেন বিবিএ’র পরিচালক ড. রেজবিন নাহার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম. কামালউদ্দিন চৌধুরী, এ্যাডভাইজার অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব) কাজী ফকরুদ্দীন আহমেদ, ডিন, চেয়ারম্যান, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। -বিজ্ঞপ্তি
×