ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাগর-রুনী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ফের পেছাল

প্রকাশিত: ০৪:৩১, ৪ জুন ২০১৮

 সাগর-রুনী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ফের পেছাল

স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আবারও পিছিয়েছে। আগামী ১৭ জুলাই প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ধার্য করেন আদালত। আদালতে সাধারণ নিবন্ধন কর্মকর্তা সহকারী জহুরুল হক জানান, আজ রবিবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা র‌্যাব সহকারী পরিচালক মহিউদ্দিন আহমেদ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর জজ মাজহারুল হক আগামী ১৭ জুলাই প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ধার্য করেন। তিনি জানান, মামলায় রুনীর বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি ৮ জন। মামলার অপর আসামিরা হচ্ছেন, বাড়ির সিকিউরিটি গার্ড এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল, তানভীর ও আবু সাঈদ।
×