ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইউজিসিতে টেকসই টেক্সটাইলের জন্য হেস্ট শীর্ষক কর্মশালা

প্রকাশিত: ০৪:৩১, ৪ জুন ২০১৮

 ইউজিসিতে টেকসই টেক্সটাইলের জন্য হেস্ট শীর্ষক কর্মশালা

বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং জিআইজেডের যৌথ আয়োজনে দিনব্যাপাী ‘জার্মান-বাংলাদেশ হায়ার এডুকেশন নেটওয়ার্ক ফর সাসটেইনেবেল টেক্সটাইলস’ (এইচইএসটি-হেস্ট) শীর্ষক এক পরিচিতিকরণ কর্মশালা রবিবার ইউজিসিতে অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টদের মাঝে জার্মান-বাংলাদেশ হেস্ট শীর্ষক প্রকল্পটির উদ্দেশ্য সম্পর্কে তথ্য বিনিময়ের জন্য সভার আয়োজন করা হয়। প্রকল্পটির উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের মাঝারি পর্যায়ের ব্যবস্থাপকদের দক্ষতা বৃদ্ধি করা। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটি জার্মানের ৪টি এবং বাংলাদেশের ৮টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৩টি বিশ^বিদ্যালয় পার্টনারশিপ স্থাপন করেছে। প্রফেসর আবদুল মান্নান চেয়ারম্যান, ইউজিসি, ক্রিশ্চিয়ান ভন মিট্জলাফ, প্রোগ্রাম কো-অর্ডিনেটর, জিআইজেড, মোঃ আবদুল্লাহ আল হাসান চৌধুরী, অতিরিক্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয় এবং ড. মোঃ খালেদ সচিব, ইউজিসি অনুষ্ঠানে বক্তব্য রাখেন। -বিজ্ঞপ্তি
×