ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

থানায় সেবার মান উন্নয়নে পদক্ষেপ নেয়া হচ্ছে ॥ আইজিপি

প্রকাশিত: ০৪:৩০, ৪ জুন ২০১৮

 থানায় সেবার মান উন্নয়নে পদক্ষেপ নেয়া হচ্ছে ॥ আইজিপি

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী জানিয়েছেন, থানায় সেবার মান উন্নত করার লক্ষ্যে পদক্ষেপ নেয়া হচ্ছে। জনগণের জন্য পুলিশি সেবা সহজ করা হচ্ছে। রবিবার সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের (পিএসসি) ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে ‘ইনোভেশন ইন পাবলিক সার্ভিস’ শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, সমাজে প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে। জনগণের প্রত্যাশা ও চাহিদা বাড়ছে। জনগণকে সর্বোত্তম সেবা প্রদানের লক্ষ্যে পুলিশিংয়ের ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে। আমরা একটি জনবান্ধব পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। আইজিপি বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর মাধ্যমে সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নে পুলিশ নিরন্তর কাজ করছে। তিনি বলেন, ইতোমধ্যে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স, ই-ট্রাফিকিং প্রসিকিউশন, বিডি পুলিশ হেল্পলাইন ইত্যাদি প্রযুক্তিগত সেবা চালুর মাধ্যমে জনগণকে পুলিশি সেবা প্রদান সহজ করা হয়েছে।
×