ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশে প্রথম ‘রিউমাটোলজি নার্সিং’ বিষয়ে কর্মশালা

প্রকাশিত: ০৪:৩০, ৪ জুন ২০১৮

দেশে প্রথম ‘রিউমাটোলজি  নার্সিং’ বিষয়ে কর্মশালা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রিউমাটোলজি বিভাগ ও বাংলাদেশ রিউমাটোলজিস্টস সোসাইটির উদ্যোগে ‘দি এশিয়া প্যাসেফিক ইনিশিয়েটিভ ফর রিউমাটোলজি নার্স এডুকেশন’ কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘রিউমাটোলজি নার্সিং’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডাঃ মিল্টন হলে রবিবার সকাল ৮টা ৩০ মিনিটে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। বিএসএমএমইউতে র‌্যালি, আলোচনা সভা ॥ ক্লাবফুট মুক্ত বা মুগুর পা মুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র এ এবং বি ব্লকের মধ্যবর্তী স্থল বটতলা থেকে রবিবার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয় এবং র‌্যালি শেষে শহীদ ডাঃ মিলন হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। -বিজ্ঞপ্তি
×